দক্ষিণ চিন সাগরে যুদ্ধ পরিস্থিতি, লাল ফৌজের মহড়া দেখতে সাংহাইয়ের আকাশে চক্কর মার্কিন যুদ্ধ বিমানের


 সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে আমেরিকা এবং চিনের বিবাদ অব্যাহত। করোনাভাইরাস নিয়ে চিনকে একের পর এক আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই পাল্টা প্রত্যাঘাত স্বরূপ চিনে মার্কিন কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় বেজিং। দু’দেশের মধ্যে তিক্ততা এক নতুন মাত্রা পেয়েছে। এই প্রবল উত্তেজনার মধ্যেই চিনের সীমান্ত লাগোয়া আকাশে দেখা মিললো মার্কিন সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ বিমানের। 

Asianet News Bangla | Published : Jul 28, 2020 11:11 AM IST / Updated: Jul 28 2020, 04:44 PM IST
110
দক্ষিণ চিন সাগরে যুদ্ধ পরিস্থিতি, লাল ফৌজের মহড়া দেখতে সাংহাইয়ের আকাশে  চক্কর মার্কিন যুদ্ধ বিমানের


স্নায়ুর লড়াই চলছে চিন ও আমেরিকার মধ্যে। দুই মহাশক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই এমন খবর সামনে এল যাতে এই উত্তেজনা আরও চড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত রবিবার সাংহাইয়ের ১০০ কিলোমিটারের মধ্যে মার্কিন বিমান চলে এসেছিল। 

210


কনস্যুলেট বন্ধ করার নির্দেশ ঘিরে দু'দেশের মধ্যে তিক্ততা নতুন মাত্রা পেয়েছে। এই প্রবল উত্তেজনার মধ্যেই চিনের সীমান্ত লাগোয়া আকাশে দেখা মিলল মার্কিন সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমানের।

310

মার্কিন যুদ্ধ বিমান খুব কাছ থেকে গোটা এলাকা পরিদর্শন করেছে বলে জানা গিয়েছে। 

410

হংকং সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত রবিবার তাইওয়ান প্রণালিতে শেজিয়াং এবং ফুজিয়ান উপকূলের কাছে ঘুরে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পি ৮ এ সাবমেরিন বিধ্বংসী এবং একটি ইপি ৩ ই নিরিক্ষণ বিমান।

510

যুদ্ধবিমানের নিচে ভাসছিল মার্কিন রণতরী ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরালটা।

610

 প্রতিবেদনে জানানো হয়েছে চিনা উপকূল থেকে ৭৬.৫ কিলোমিটার বা ৪৭.৫ মাইল দূরত্বের মধ্যে চলে এসছিল মার্কিন বিমান।

710

 সাম্প্রতিক অতীতে এই প্রথম  কোনও মার্কিন যুদ্ধবিমান চায়নার মূল ভূখণ্ডের এত কাছাকাছি চলে এল।

810

বর্তমানে দক্ষিণ চিন সাগরের অবস্থিত গুয়াংডং এলাকার লেউঝউ দ্বীপে সামরিক মহড়া চালাচ্ছে চিনের লাল ফৌজ। শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে।

910

মনে করা হচ্ছে, যা সরেজমিনে পরিদর্শন করে গেল মার্কিন যুদ্ধবিমান। 
 

1010

এর আগে ভারত চিন সীমান্ত বিবাদের মধ্যে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পও জানিয়েছিলেন,  ইউরোপে থাকা মার্কিন সৈন্য বাহিনী পাঠানো হবে দক্ষিণ এশিয়ায়। প্রয়োজনে ভারত-চিন যুদ্ধে ভারতকে পূর্ণাঙ্গ যুদ্ধ সহায়তা প্রদান করা হবে। এমনকি  বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়া শুরু করে ভারত-মার্কিন দুই দেশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos