পাকিস্তানের কাছ থেকে তালিবানরা কী ধরণের সমর্থন পায়?
পাকিস্তানের কাছ থেকে যোদ্ধা বা অর্থ - সবরকম সহায়তাই পেয়ে থাকে তালিবানরা। সম্প্রতি, উজবেকিস্তানে আঞ্চলিক যোগাযোগ সম্পর্কিত এক সম্মেলনে, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতেই আফগান রাষ্ট্রপতি আশরাফ গনি অভিযোগ করেছিলেন, মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে ১০,০০০-এরও বেশি জিহাদি যোদ্ধা পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করেছে। তিনি আরও অভিযোগ করেন, আফগানিস্তানের শান্তি আলোচনার সময়ে তালেবানরা যাতে সেই আলোচনাাকে 'গুরুত্ব সহকারে' নেয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যথেষ্ট চাপও দেয়নি ইসলামাবাদ। সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, পাক সেনার কমান্ডাররাও, বর্তমানে তালিবান যোদ্ধাদের সঙ্গে আফগানিস্তানে জায়গা দখলে যুক্ত হয়েছে।