শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে পালাতে পেরেছেন জারিফা গাফারি। আফগানিস্তানের সর্বকনিষ্ঠ তথা প্রথম মহিলা মেয়র। ২০১৮ সালে মাত্র ২৬ বছর বয়সে কাবুলের পশ্চিমে অবস্থিত ময়দান শাহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তালিবানরা ক্ষমতা দখল করার পর তিনি পালিয়ে গিয়ে আপাতত জার্মানিতে আশ্রয় নিয়েছেন। তবে পালিয়ে গিয়েও ফের তালিবানদের মুখোমুখি হতে চাইছেন তিনি। জানিয়েছেন, আফগানিস্তানের সব মহিলার পক্ষ থেকে তাদের অধিকার রক্ষার বিষয়ে কথা বলতে চান। যদিও কট্টরপন্থীদের পুনরুত্থানের জন্য তিনি আন্তর্জাতিক মহলের সঙ্গে সঙ্গে তাঁর দেশের মানুষদেরও দায়ী করেছেন।