একেবারে ছোট থেকেই তালিবানি শাসনের স্বাদ পেয়েছিলেন নাদিয়া। বুঝে গিয়েছিলেন এই বর্বরদের শাসনে বাঁচার অধিকারই নেই মেয়েদের। যখন তখন বাড়ি থেকে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার, হত্যা, অঙ্গচ্ছেদ - সবই ঘটতে দেখেছিলেন চোখের সামনে। আর ১৯৯৩ সালে যখন নাদিয়ার বয়স মাত্র ৮, তালিবানদের ছোড়া একটা বোমা এসে পড়েছিল তাদের বাড়িতে। ধ্বংস হয়ে গিয়েছিল বাড়ির একাংশ। পরিবারের সবাই প্রাণে বেঁচে গেলেও, সেই সৌভাগ্য হয়নি নাদিয়ার ভাইয়ের। নাদিয়াকেও বোমার আঘাত নিয়ে দীর্ঘদিন কাটাতে হয়েছিল হাসপাতালে।