ফটো গ্যালারি - হুডখোলা বাসে আইপিএল চ্যাম্পিয়নদের জমজমাট উদযাপন

রবিবার (১২ মে), হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস-কে ১ রানে হারিয়ে আইপিএল ২০১৯ চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। শেষ বলে উইকেট তুলে নায়ক বনেছেন লাসিথ মালিঙ্গা। সোমবার আইপিএল ট্রফি-সহ গোটা মুম্বই ইন্ডিয়ান্স দল পৌঁছায় মুম্বই শহরে। হুডখোলা বাসে গোটা শহর প্রদক্ষিণ করে দল। তাদের ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনাও ছিল দেখবার মতো।

 

amartya lahiri | Published : May 13, 2019 7:18 PM IST
110
ফটো গ্যালারি - হুডখোলা বাসে আইপিএল চ্যাম্পিয়নদের জমজমাট উদযাপন
শেষ বলে শর্দুল ঠাকুরকে আউট করে ফের মুম্বই ইন্ডিয়ান্সের নায়ক হলেন লাসিথ মালিঙ্গা। সতীর্থ পোলার্ড তাঁকে কাঁধে তুলে নেন।
210
আইপিএল ২০১৯ ট্রফি তোলার সেই গর্বের মুহূর্ত
310
এই আইপিএল মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেরা পারফর্মার অবশ্যই হার্দিক পাণ্ডিয়া। সোমবার সন্ধ্যায় মুম্বই পৌঁছেই সর্থকদের উদ্দেশ্যে তিনিই প্রথম তুলে ধরেন আইপিএল-এর সোনালি ট্রফি।
410
বিমান বন্দর থেকেই হুডখোলা বাসে শুরু হয় শহর পরিক্রমা।
510
ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক নীতা আম্বানিও।
610
সমর্থকদের উদ্দেশ্যে মুম্বই ইন্ডিয়ান্স দলের পতাকা ও আরও অনেক উপহার সামগ্রী ছুড়ে দেন হার্দিক ও অন্যান্য ক্রিকেটাররা।
710
মালিঙ্গাই ভরসা - সেই কথাই বোঝাতে চাইলেন অধিনায়ক রোহিত শর্মা।
810
তবে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের নয়নের মণি অবশ্যই হার্দিক পাণ্ডিয়া।
910
সমর্থকদের ভালোবাসার জবাবে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, লাসিথ মালিঙ্গাদের। আর সমর্থকদের উচ্ছ্বাস মোহবাইলে ধরে রাখেন যুবরাজ সিং।
1010
নয়া আইপিএল চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বহু মুম্বই ইন্ডিয়ান্স সমর্থক ভিড় জমিয়েছিলেন। হুড-খোলা বাসে নায়কদের শহর পরিক্রমার ছবি তাঁরা মোবইল ক্য়ামেরায় বন্দী করেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos