আরসিবি-র ওপেনে ভরসা জাগানো ইনিংস উপহার দিয়েছেন অ্যারন ফিঞ্চ। দেখা যাচ্ছে ফিঞ্চ তাঁর ইনিংসের বেশিরভাগ রানটাই অন সাইড, একস্ট্রা ডিপ মিড এবং স্কোয়ার লেগ দিয়ে তুলেছেল। ফিঞ্চ বরাবর-ই ব্যাটকে আড়াআড়িভাবে চালাতে পছন্দ করেন। এতে তিনি দুই কাঁধের মাংসপেশির পুরো সাহায্য নিয়ে পাওয়ার স্ট্রোক করে থাকেন। স্পাইডারের নির্দেশিকা বুঝিয়ে দিচ্ছে এই ব্যাখ্যা কতটা সত্যি। ফিঞ্চের আরএকটি বৈশিষ্ট্য হল বলের সামনে সামনে কোমর ঝুঁকিয়ে পা-এর কাছে ব্যাটকে আড়াআড়িভাবে নামিয়ে লেগ সাইডে বলের দিশা দেখানো। স্পাইডারের লাইন বলে দিচ্ছে ফিঞ্চ এই শটের ভালোই প্রয়োগ করেছেন এই ম্যাচে। ফিঞ্চের মতো ছোটখাটো চেহারা বলশালী ব্যাটসম্যানরা হাফ-ককে বলকে ড্রাইভ করতে পছন্দ করেন। অফ এবং কভার অঞ্চলে স্পাইডারের লাইন বলে দিচ্ছে ফিঞ্চ এই শটেরও প্রয়োগ করেছেন। তবে তিনি অফ সাইড দিয়ে মাত্র ৮ রান করেছেন। ২১ রানই এসেছে লেগসাইড দিয়ে।