'ডান্স বারে' প্রথম আলাপ,সেখান থেকেই প্রেম ও বিয়ে,জানুন স্টিভ স্মিথের প্রেম কাহিনি

Published : Oct 09, 2020, 05:05 PM IST

বর্তমানে বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বিরাট কোহলির সঙ্গে তার তুলনা করা হয়। ওয়ান ডে ক্রিকেটে কোহলি এগিয়ে থাকলেও, টেস্ট ক্রিকেটে এগিয়ে স্মিথ। আইপিএল ২০২০-তে রাজস্থান রয়্যালস দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন অজি তারকা। ২২ গজে যেমন যেমন তিনি বিশ্ব সেরা তারকাদের মধ্যে অন্যতম, ব্যক্তিগত জীবনেও বলিউড হিরোদের থেকে কিছু কম যান না স্টিভ স্মিথ। তার প্রেম কাহিনি কোনও সিনেমার থেকে কম নয়। তো আইপিএলের ব্যাটে-বলের লড়াইয়ের মাঝেই আপানাদের জানাবো স্টিভ স্মিথ ও তার স্ত্রী ড্যানিয়েলা উইললিসের রোমান্টিক প্রেম কাহিনি। 

PREV
112
'ডান্স বারে' প্রথম আলাপ,সেখান থেকেই প্রেম ও বিয়ে,জানুন স্টিভ স্মিথের প্রেম কাহিনি

২০১১ সালে বিগ ব্যাশ লিগ চলাকালীন ড্যানিয়েলা উইলিসের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথের। 
 

212

স্টিভ স্মিথের সঙ্গে ড্যানিয়েলার সাক্ষাতও ছিল খুব ইন্টারেস্টিং। ২০১১ সালে একটি ডান্স বারে প্রথম ড্যানিয়েলার সঙ্গে আলাপ হয় স্মিথের।

312

প্রথম দেখাতেই ড্যানিয়েলাকে দেখে পাগল হয়ে যান স্টিভ স্মিথ। তিনি ড্যানিয়েলাকে ডান্সের জন্যও বলেন। একসঙ্গে দুজন ডান্সও করেন। 
 

412

এরপর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দুজনে ঘনঘন ডেটিং করাও শুরু করেন। দুজনকে একসঙ্গে বেশ কয়েকটি জায়গায় দেখা যায়। 
 

512

ড্যানিয়ো ক্রিকেট খুব ভালবাসেন। ক্রিকেট দেখেনও। তাই স্মিথ ও ড্যানিয়েলা দীর্ঘক্ষণ ক্রিকেট ও নানা বিষয়ে গল্প করতেন। 
 

612

স্টিভ স্মিথ যখন ক্রিকেটার হয়ে গেছেন, তখনও ড্যানিয়েলা ছাত্রী ছিলেন। তিনি আইন নিয়ে পড়াশোনা করতেন।
 

712

পরে নিজের পড়াশোনা শেষের পর একজন নামী উকিল হন। স্টিভ স্মিথ যেমন মাঠে বোলারদের কথা বলে বন্ধ করেন, ড্যানিয়েলা কোর্টে বিপক্ষের কথা বলে বন্ধ করেন।
 

812

৭ বছর প্রেম করার পর ২০১৭ সালে নিউইয়র্কে ড্যানিয়েলা বিয়ের জন্য প্রপোজ করেন। এরপর কিছু মাস পরই তারই বাগদান সারেন। 
 

912

অবশেষে পরের বছর ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর স্টিভ স্মিথ ও ড্যানিয়েলা উইলিস বিয়ে করেন। 
 

1012

বিয়ের পরও স্মিথ ও ড্যানিয়েলের মধ্যে রোমান্টিকতা একটুও কমেনি। দুজনের একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালল হয়েছে।
 

1112

ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও, সুযোগ পেলেই পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান স্টিভ স্মিথ। দুজনের মিষ্টি ছবি প্রায়শই প্রকাশ্যে আসে।
 

1212

স্টিভ স্মিথ ও ড্যানিয়েলার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সও কম নয়। তাদের ছবির অপেক্ষায় বসে থাকেন নেটিজেনরা। এই জুটিকে খুবই পছন্দ করেন সকলে। 

click me!

Recommended Stories