স্কুল জীবনেই প্রেম, তারপর বিয়ে, জানুন অশ্বিন ও তার স্ত্রী-র 'দুষ্টু-মিষ্টি' ভালোবাসার গল্প

ভারতীয় ক্রিকেট দলে স্পিন অ্যাটাকের সেরা ভরসা তিনি। আইপিএলেও দিল্লি ক্যাপিটালস দলের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্রের নাম রবিচন্দ্রন অশ্বিন। তার ভেলকির কাছে কুপকাত হন বিশ্বের তাবড় তাবড়া ব্যাটসম্যান। মাঠে দুরন্ত ক্রিকেটারের পাশাপাশি ব্যক্তিগত জীবনে একনজন ভালো প্রেমিক, স্বামী, বাবা অশ্বিন। বিয়ের ৯ বছর পরও তার ছোট বেলার প্রেম ও স্ত্রী  প্রীথি নায়ায়ণনের সঙ্গে সম্পর্ক খুবই রোমান্টিক ও মধুর। আজ আপনাদের জানাবো রবিচন্দ্রম অশ্বিনের প্রেম ও তার স্ত্রী প্রীথি নারায়ণ সম্পর্কে। 
 

Sudip Paul | Published : Nov 8, 2020 5:57 PM / Updated: Nov 08 2020, 06:03 PM IST
110
স্কুল জীবনেই প্রেম, তারপর বিয়ে, জানুন অশ্বিন ও তার স্ত্রী-র 'দুষ্টু-মিষ্টি' ভালোবাসার গল্প

ভারতীয় ক্রিকেট তারকা ও আইপিএলের অন্যতম স্টার প্লেয়ার রবিচন্দ্রন অশ্বিনের বিয়ে করেন তার ছোট বেলা অর্থাৎ স্কুল জীবনের ভালবাসা  প্রীথি নায়ায়ণনের সঙ্গে। 

210

 প্রীথি নায়ায়ণনের ১৯৮৮ সালের ২৬ মে দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেন। এক মিডল ক্লাস ফ্যামিলিতে তার জন্ম। চেন্নাইতে তার বেড়ে ওঠা। প্রীথি খুবই সুন্দরী ও মিষ্টি।

310

ছোট বেলা থেকেই খুবই মেধাবী ছিলেন প্রীথি। এসআরএম ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজির উপর তিনি বি টেক পাশ করেন। ম্য়ারাথন দৌর প্রতিযোগিতায় অংশ নিতে প্রীথি খুব পছন্দ করেন।

410

প্রীথির সঙ্গে অশ্বিনের আলাপ হয় স্কুল জীবনে। প্রথমে তারা ভাল বন্ধু ছিল। তবে  কিছু দিনের মধ্যেই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।     পরে তারা একই কলেজে ভর্তি হন ও চুটিয়ে প্রেম করেন।
 

510

তাদের সম্পর্কের কথা প্রথম থেকেই জানত তাদের পরিবারের সদস্যরা। দুই পরিবার মেনেও নিয়েছিল তাদের সম্পর্ক।  ২০১১ সালে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাগদান সম্পন্ন হয়।

610

২০১১ সালেরই ১৩ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রবিচন্দ্র অশ্বিন ও  প্রীথি নায়ায়ণন। বিয়েতে কোন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়নি। দুই পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে হয় বিয়ের অনুষ্ঠান।

710

বিয়ের চার বছর পর ২০১৫ সালে অশ্বিন ও প্রীথির পরিবারে আসে তাদের প্রথম কন্যা সন্তান। নাম রাখেন আখিরা। পরের বছর ২০১৬ সালেই দ্বিতীয় কন্যা সন্তান বাব-মা হন অশ্বিন ও প্রীথি। দ্বিতীয় সন্তানের নাম আধ্যয়া।
 

810

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় প্রিথী। তার ফ্যান-ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। শুধু মাত্র ইনস্টাগ্রামে প্রিথীর ফলোয়ার্সের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি। খুব মিষ্টি দেখতে হওয়ায় প্রিথীর ছবি সোশ্যাব মিডিয়ায় তার ফ্যান, ফলোয়ার্সরা খুব লাইক ও কমেন্টও করেন।
 

910

খেলার মাঝে অবসর সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন অশ্বিন। কিন্তু বাড়িতে যে তার বউয়েরই রাজ চলে এই ছবিই তার প্রমাণ। তবে একইসঙ্গে তাদের প্রেমেরও পরিচয় পাওয়া যায় এই ছবিতে।

1010

দেশের খেলা হোক আর আইপিএল অশ্বিনকে খুবই সাপোর্ট করেন প্রীথি। কঠিন সময়ে স্বামীর পাশে থাকেন তিনি। বর্তমানে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের ভালোবাসায় ভরপুর হাসি-খুশি পরিবার। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos