মুম্বই জুহুর জে ডব্লু মেরিয়ট হোটেলে তাদের বিয়ের ইনুষ্ঠান হয়। বিয়েতে সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, নীতা অম্বানি সহ অনেকেই উপস্থিত ছিলেন। সবথেকে আকর্ষণীয় ছিল বিয়ে করতে বুলেট বাইকে এসেছিলেন ক্রুণাল। বাইক চালাচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।