গৌরী খান বলেন, করোনা ভাইরাস ও তার জেরে লকডাউনের ফলে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এমনকী বাইরে থেকে অর্ডার করে কোনও খাবারও খাননি। শাহরুখ রান্না করতে খুব ভালোবাসেন, লকডাউনে প্রায়শই রান্নাও করতেন তিনি। পরিবারের সঙ্গে লকডাউন পিরিয়ড উপভোগ করেছেন কিং খান ও তার পরিবার।