আমাদের সকলেরই জানা আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চিরপ্রতীদ্বন্দ্বী দুই দেশ। কেন উইলিয়ামসন নিউজি্লযান্ডের অধিনায়ক। কিন্তু দলের অন্যান্য প্লেয়াররা প্রথম দুই ম্যাচে খেললেও, জয় অধরা ছিল সানরাইজার্সের। কিন্তু উইলিয়ামসন দলে ফিরতেই জয়ে ফিরল দল। ফলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে তাহলে কি ওয়ার্নারের 'চিরশত্রু'-ই গুডলাক নিয়ে এল সানরাইজার্সের।