এবার আইপিএলে সম্ভাব্য চ্যাম্পিয়ন কোন দল, জানিয়ে দিলেন সুনীল গাভাসকর

৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৪ তম মরসুম। ভারতের কোটিপতি লিগকে ঘিরে চড়তে শুরু করেছে পারদ। কোন দল এবার আইপিএলে ফেভারিট, চ্যাম্পিয়ন হতে পারে কোন দল, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে ভবিষ্যদ্বাণী। নিজের পছন্দের কথা জানিয়ে দিলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

Sudip Paul | Published : Mar 31, 2021 7:36 AM IST
18
এবার আইপিএলে সম্ভাব্য চ্যাম্পিয়ন কোন দল, জানিয়ে দিলেন সুনীল গাভাসকর

গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে হার্দিক, পোলার্ড, রোহিত, ডি ককরা।
 

28

এবারের আইপিএলের আগে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি তা বাছতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকেই বেছে নিলেন কিংবদন্তী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

38

লিটল মাস্টার বলেছেন,'মুম্বইকে হারানো সহজ হবে না। তাদের দলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলা ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটাররা রয়েছে।'
 

 

48

এছাড়া রয়েছে ক্রুণাল পান্ডিয়া। যিনি একদিনের সিরিজে অভিষেকেই ঐতিহাসিক ইনিংস খেলেছেন। এছাড়াও রোহিত, ডিকক, পোলার্ডরা তো রয়েইছে।

58

এছাড়া মুম্বইয়ের বোলিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। বুমরা, বোল্ট , কুল্টারনাইল, রাহুল চাহার, ক্রুণাল পাণ্ডিয়ারা রয়েছে। সবদিক থেকে বিচার করেই মুম্বইকে এগিয়ে রেখেছেম সুনীল গাভাসকর।
 

68

সদ্য সমাপ্ত ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি২০ ও ওডিআই সিরিজে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়াররা খুব ভালো পারফর্ম করেছে। ইনফর্ম প্লেয়াররা মুম্বইকে বাড়িত শক্তি  জোগাবে বলেও জানিয়েছেন সানি।
 

78

হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে সুনীল গাভাসকর বলেছেন,'ওর সুস্থ হওয়া শুধু মুম্বই ইন্ডিয়ান্সের জন্য নয়, ভারতীয় ক্রিকেটের জন্য খুব জরুরি ছিল। শেষ একদিনের ম্যাচে ৯ ওভার বল করতে পেরেছে স্বচ্ছন্দেই। ফলে টেস্টেও বল করতে ওর অসুবিধা হওয়ার কথা নয়। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। তার আগে ওর এই ফিরে আসা সত্যিই দারুণ।'

88

শুধু সুনীল গাভাসকর নয়, ইনেক ক্রিকেট বিশেষজ্ঞই এবারও মুম্বইকে ফেভারিট বেছেছে। ৯ এপ্রিল প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ট্রফির হ্যাটট্রিক করাই লক্ষ্য রোহিত শর্মার দলের।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos