আজ জয়ে ফিরতে মরিয়া কেকেআর, হায়দরাবাদ বধে নজরে নাইটদের কোন কোন তারকা

আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে। ফলে আজ জয়ে ফিরবে যে কোনও একটি দল। জয়ে ফিরতে মরিয়া কেকেআর  অধিনায়ক দীনেশ কার্তিক। জয়ের সরণিতে ফিরতে হলে আজকের ম্য়াচে ছন্দে ফিরতে হবে কেকেআরের বেশ কিছু প্লেয়ারকে। চলুন দেখা আজকের ম্যাচে নজরে থাকবে কেকেআরেরে কোন কোন তারকা।
 

Sudip Paul | Published : Sep 26, 2020 7:31 AM IST / Updated: Sep 26 2020, 01:06 PM IST

19
আজ জয়ে ফিরতে মরিয়া কেকেআর, হায়দরাবাদ বধে নজরে নাইটদের কোন কোন তারকা

শুভমান গিল
এই মরসুমে শুভমান গিলের উপর অনেক প্রত্যাশা রয়েছে কেকেআর দল ও সমর্থকদের। কিন্তু প্রথম ম্যাচে মাত্র ৭ রান করেই আউট হয়ে যান কেকেআর তারকা। তবে আজকে সানরাইজার্সের বিরুদ্ধে শুভমানের ব্যাট কথ বলবে বলেই আশা রাখছে কেকেআর সমর্থকরা।
 

29

দীনেশ কার্তিক
মুম্বইয়ের বিরুদ্ধে কিছুটা লড়াই দিয়েছিলেন একমাত্র দলের অধিনায়ক দীনেশ কার্তিক। ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে অধিনায়ক ডিকে-র একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছিল প্রশ্ন। তাই হায়দরাবাদের বিরুদ্ধে ডিকের কাছে ভাল ব্যাটিংয়ের পাশাপাশি পারফেক্ট অধিনায়কত্ব দেখতে চাইছে সকলে।

39

ইয়ন মর্গ্যান
অনেক প্রত্যাশা নিয়ে কেকেআর দলে নিয়েছে ইংল্য়ান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। কিন্তু প্রথম ম্যাচে মাত্র ১৬ রান করেন তিনি। ফলে আজকের ম্যাচে নজরে থাকবে বিশ্বকাপ জয়ী অধিনায়কের পারফরমেন্সও।
 

49

আন্দ্রে রাসেল
দলের সবথেকে বড় ম্যাচ উইনার এনিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু প্রথম ম্য়াচে পুরোপুরি ফিট মনে হয়নি আন্দ্রে রাসেলকে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সেই তেজ ছিল না ক্যারেবিয়ান তারকার। হায়দরাবাদের বিরুদ্ধে রাসেল বিধ্বংসী মেজাজে ফিরবে বলেই আশা সকলের। 

59

নীতিশ রানা
প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রানের ইনিংস খেলেছিলেন নীতিশ রানা। কিন্তু সেট হয়েও নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন তিনি। তাই আজকের ম্য়াচের নীতিশ কাছেও দায়িত্বপূর্ণ ব্য়াটিং দেখার অপেক্ষায় কেকেআর টিম ম্যাবেজমেন্ট।
 

69

সুনীল নারিন
প্রথম ম্যাচে বল হাতে খুব একটা খারাপ পারফরমেন্স করেননি সুনীল নারিন। ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু নারিনের বলের সেই ধারের অভাব বোধ করেছে সকলে। এছাড়াও ফিটনেস নিয়ে কোনও সমস্যা রয়েছে বলে মনে হয়েছে। তাই দ্বিতীয় ম্য়াচে নারিনের সেই রহস্যময় বোলিং ও ওপেনিংয়ে বিধ্বংসী ইনিংস দেখার অপেক্ষা সকলে। 
 

79

প্যাট কামিন্স
সাড়ে ১৫ কোটি টাকার প্লেয়ার। প্রথম ম্য়াচে পূরণ করতে পারেননি নিজের ৪ ওভার। দিয়েছেন ৪৯ রান। যদিও প্যাট কামিন্সের উপর ভরসা রাখছে কেকেআর। আজকের ম্যাচে নিজের জাত চেনাতে মরিয়া তিনিও। 
 

89

কুলদীপ যাদব
এবছর আইপিএলের জন্য খুব খেটেছেন বলে জানিয়েছিলেন কুলদীপ যাদব। কিন্তু প্রথম ম্য়াচে নিরাশ করেছেন তিনিও। ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটিও উইকেট পাননি তিনি। তাই হায়দরাবাদের বিরুদ্ধে কুলদীপের ছন্দে ফেরার অপেক্ষায় কেকেআর সমর্থকরা।
 

99

শিবম মাভি
মুম্বইয়ের বিরুদ্ধে ম্য়াচে কেকেআরের হয়ে সবথেকে উজ্জব্ল পারফরমেন্স যদি বলা  হয়, তাহলে সেই প্লেয়ারের নাম শিবম মাভি। ২ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ছিলেন তিনি। তাই আজকের ম্য়াচেও নজরে তাকবে শিবম মাভির  বোলিং।

Share this Photo Gallery
click me!
Recommended Photos