চেন্নাই বনাম হায়দরাবাদ ম্য়াচে কারা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য,জেনে নিন এক ঝলকে

Published : Oct 02, 2020, 01:57 PM ISTUpdated : Oct 02, 2020, 01:58 PM IST

আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। এই বছর আইপিএলে এখনও পর্যন্ত দুই দলই তাদের সেরা ফর্মে নেই। তিনটি ম্য়াচ খেলে জয় পেয়েছে একটিতে। তবে দুই দলেই রয়েছে একাধিক তারকা প্লেয়ার। যারা একাই ম্যাচের ভাগ্য নির্ধারন করতে সক্ষম। চলুন দেখা যাক আজকের ম্যাচে নজরে থাকবে কোন কোন তারকা।  

PREV
112
চেন্নাই বনাম হায়দরাবাদ ম্য়াচে কারা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য,জেনে নিন এক ঝলকে

অম্বাতি রায়ডু-
আজ চোট সারিয়ে চেন্নাই দলে ফিরতে পারেন অম্বাতি রায়ডু। প্রথম ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রায়ডু। খেলেছিলেন ৭১ রানের অনবদ্য ইনিংস। আজ রায়ডু দলে ফিরলে চেন্নাই দলের ব্য়াটিং শক্তি অনেকটা বেড়ে যাবে।
 

 

212

শেন ওয়াটসন
সিএসকের বহু যুদ্ধ জয়ের সৈনিক অজি তারকা ওপেনার শেন ওয়াটসন। তবে এবছর এখনও পর্যন্ত তার ব্যাটে রানের খরা রয়েছে। তাই ফর্মে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। আজকের ম্য়াচে তাই চেন্নাই সমর্থকদের বিশেষ নজর থাকবে ওয়াটসনের উপর।
 

312

ফাফ ডুপ্লেসি
প্রথম তিন ম্যাচে যথাক্রমে ৫৮, ৭২, ৪৩ রানের ইনিংস খেলেছেন সিএসকে তারকা ফাফ ডুপ্লেসি। প্রতিযোগিতারও অন্যতম সেরা ব্যাটসম্যান প্রোটিয়া তারকা। তাই চেন্নাইয়ের আজ জিততে হলে ফের একবার কথা বলতে হবে ডুপ্লেসির ব্যাটকে।
 

412

এমএস ধোনি
ধীরে ধীরে যে তিনি ফর্মে ফিরছেন তার ইঙ্গিত শেষ দুই ম্যাচে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তনে এখনও বড় রান আসেনি তার ব্যাট থেকে। তাই আজ হায়দরাবাদের বিরুদ্ধে নিজের পুরনো ফর্মে ফিরতে মরিয়া চেন্নাই সমর্থকদের 'থালা' ধোনি।
 

512

স্যাম কুরান
ব্যাটে বলে অনবদ্য ফর্মে রয়েছেন সিএসকের ব্রিটিশ তারকা অলরাউন্ডার স্যাম কুরান। দলের ভরসাও অর্জন করেছেন তিনি। আজও তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পূর্ণ করতে হবে দলের হয়ে। স্যাম কুরানের দিকে তাকিয়ে রয়েছে সিএসকের ভক্তরাও।
 

612

ডোয়েইন ব্রাভো
আজ মাঠে নামতে নামতে পারেন টি২০ ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক ও সিএসকের অন্যতম সেরা তারকা ডোয়েইন ব্রাভো। ফলে ব্যাট-বলে আজ ব্রাভোর দিকে তাকিয়ে থাকবেম সিএসকে ভক্তরা। 

712

ডেভিড ওয়ার্নার
নিজের সেরা ফর্মে না থাকলেও, শেষ দুই ম্যাচে ৩৬ ও ৪৫ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাই আজকের ম্য়াচে বিধ্বংসী ওয়ার্নারকে দেখার অপেক্ষায় রয়েছেন হায়দরাবাদ ভক্তরা। 
 

812

জনি বেয়ারস্টো
কেকেআরের বিরুদ্ধে রান না পেলেও, বাকি দুটি ম্য়াচে হাফ সেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো। হায়দরবাদের ইন  ফর্ম প্লেয়ার তিনি। আজকের ম্যাচেও বেয়ারস্টোর ব্যাটের উপর ভরসা রাখছে দল ও সমর্থকরা।
 

912

কেন উইলিয়ামসন
তৃতীয় ম্যাচে দলে জায়গা পেয়েই নিজের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন কিউই তারকা কেন উইলিয়ামসন। ২৬ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খখেলেছিলেন তিনি। এই ম্য়াচেও তার ব্যাট চলার অপেক্ষায় টিম ম্য়ানেজমেন্ট।
 

1012

মণীশ পাণ্ডে
নিজের সেরা ফর্মে নেই  মণীশ পান্ডেও। কেকেআরের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করলেও, বাকি দুটি ম্যাচে বড় রান করতে পারেননি তিনি। মণীশ পাণ্ডের ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমিরা। 
 

1112

রাশিদ খান
সানরাইজার্স বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র তিনি। গত ম্যাচেও তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। তাই এই ম্যাচেও রাশিদের ভেলকির দিকেই তাকিয়ে রয়েছেন সানরাইজার্স ভক্তরা।
 

1212

ভুবনেশ্বর কুমার
সানরাইজার্স পেস বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র তিনি। শেষ ম্যাচেও ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি। আজকের ম্যাচেও ভুবনেশ্বরের জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন সকলে।

click me!

Recommended Stories