জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে আরসিবি। আইপিএলের তৃতীয় ম্যাচে সানরাইজার্সকে ১০ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আরসিবির তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তিন উইকেটে নিয়ে শুধু দলকে জয় এনে দিয়ে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। চাহলের এই পারফরমেন্সে খুবই খুশি তার হবু স্ত্রী ধনশ্রী ভার্মা। ইতিমধ্যে বেট নেটিজেনরা বলতে শুরু করেছে, লেডি লাকের জন্যই চাহলের এই সাফল্য। দুরন্ত তো ছিলেন চাহল, লেডি লাক চাহলকে অপ্রতিরোধ্য করে তুলেছে। আজ আপনাদের জানাবো কীভাবে ধনশ্রীর সঙ্গে প্রেম হল চাহলের।
আইপিএলের প্রথম ম্যাচেই দুরন্ত পারফর্ম করেছেন চাহল। একটা সময় বেয়ারস্টোর দাপটে আরসিবির হার শুধু সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের ১৬ তম ওভারেপরপর দু বলে বেয়ারস্টো ও বিজয় শংকরকে আউট করে আরসিবির জয় নিশ্চিত করে দেন চাহল। এর আগেও একটি উইকেট পেয়েছিলেন তিনি। যত দিন যাচ্ছে চাহলের উপর ভরসা বাড়চে বিরাটো কোহলির। গত মরসুমেও দলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।
211
ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহল যেমন তার ক্রিকেট খেলার জন্য বিখ্যাত, একইসঙ্গে নিজের লাভ লাইফের জন্যও সবসময় শিরোনামে থাকেন তিনি।
311
আইপিএলের আগে গত ৮ অগাস্ট ধনশ্রীর সঙ্গে বাগদান সারেন চাহল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সকলকে সুখবর জানান চাহল। কিন্তু আপনারা জানেন কী, কিভাবে শুরু হয়েছিল ধনশ্রী ও চাহলের প্রেমকাহিনি।
411
এক সাক্ষাৎকারে চাহল জানিয়েছিলেন, লকডাউনের সময় এক ডান্স ক্লাসে ধনশ্রী ভার্মার সঙ্গে তার আলাপ হয়েছিল। ডান্স শেখার জন্য চাহল একটি অনলাইন ডান্স ক্লাসে যোগ দিয়েছিলেন। সেখানে পরিচয় ধনশ্রীর সঙ্গে।
511
লকডাউনের সময় ধনশ্রীর একাধিক ডান্স ক্লাসে যোগ দেন চাহল। ধনশ্রীর অনলাইনডান্স ক্লাসে নিয়মতি যোগ দিতে থাকেন চাহল। এই সময় চাহল ধনশ্রীর জন্য একটি নিজের ডান্স ভিডিও আপলোড করেছিলেন। যেখানে চাহলকে বলিউডের 'স্লো মোশন' গানে নাচতে দেখা যায়।
611
লকডাউনের সময় ধনশ্রীর একাধিক ডান্স ক্লাসে যোগ দেন চাহল। ধনশ্রীর অনলাইনডান্স ক্লাসে নিয়মতি যোগ দিতে থাকেন চাহল। এই সময় চাহল ধনশ্রীর জন্য একটি নিজের ডান্স ভিডিও আপলোড করেছিলেন। যেখানে চাহলকে বলিউডের 'স্লো মোশন' গানে নাচতে দেখা যায়।
711
জানা য়ায় চাহল ও ধনশ্রীর মধ্যে প্রেম শুরু হয় এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে। ধনশ্রী ভার্মার একাধিক ইনস্টাগ্রাম পোস্টে চাহলের প্রতিক্রিয়া জেখলেই তা বোঝা যায়।
811
একের পর এক ঘটনায় চাহল ও ধনশ্রীর প্রেমের গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ও দুজন বাগদান সেরে নেওয়ার সিদ্ধান্ত নেন। তারপর ৮ অগাস্ট বাগদান সারেন চাহল ও ধনশ্রী।
911
ধনশ্রী ভার্মা সুন্দরী ও বুদ্ধিমতি দুটোই। তিনি একধারে ডাক্তার, কোরিওগ্রাফার, ইউটিউবার । একইসঙ্গে তিনি একটি কোম্পানিও চালান যুজবেন্দ্র চাহলের বাগদত্তা।
1011
ডান্সার ও কোরিওগ্রাফার হিসেবে খুবই জনপ্রিয় ধনশ্রী ভার্মা। মুম্বইতে নিজের একটি ডান্স অ্যাকাডেমিও চালান তিনি। তিনি দেশের একজন সেরা ইউটিউবার ডান্সারও।
1111
ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মা বেশ কয়েক মাস ধরেই সম্পর্কে ছিলেন। কিন্তু তারা গোপনীয়তা বজায় রেখে সেটা চালিয়ে গিয়েছেন। অবশেষে বাগদানের পর তারা সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।