'ভরসা রাখুন, সাফল্য আসবেই', জামশেদপুর বধের রণনীতি তৈরির পাশাপাশি বার্তা লাল-হলুদ কোচের

আজ ফের মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আইএসএল অভিযানের শুরুটা একেবারেই ভালো হয়নি রবি ফাউলার ও তার দলের। হারের হ্যাটট্রিক করে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে লাল-হলুদ শিবির। আজ চতুর্থ ম্য়াচে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল প্লেয়াররাও। জামশেদপুর বধের রণনীতি তৈরির পাশাপাশি সমর্থকদের গলের উপর আস্থা ও বিশ্বাস রাখার বার্তা দিয়েছেন রবি ফাউলার।
 

Sudip Paul | Published : Dec 10, 2020 6:36 AM IST
18
'ভরসা রাখুন, সাফল্য আসবেই', জামশেদপুর বধের রণনীতি তৈরির পাশাপাশি বার্তা লাল-হলুদ কোচের

পরপর তিন ম্যাচে শুধু হারই নয়, এসসি ইস্টবেঙ্গলকে হজম করচে হয়েছে ৭টি গোল। এখনও গোলের মুখও খুলতে পারেননি পিলকিংটন, বলবন্ত, মাঘোমারা। ফলে আজ জামশেদপুরের বিরুদ্ধে প্রথম গোল করাই লক্ষ্য লাল-হলুদ কোচের।                              ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

28

নিজের দলের উপর এখনও ভরসা রাখছেন লিভারপুল কিংবদন্তী। জামশেদপুরের বিরুদ্ধে প্রথমে গোল করতে পারলেই সম্পূর্ণ অন্য এসসি ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন বলে আশ্বস্ত করেছেন রবি ফাউলার।                                        ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

38

ম্য়াচের আগে অনুশীলনে দলকে যতটা সম্ভব তৈরি করার চেষ্টা করেছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। শুধু স্ট্রাইকার নয়, মাঝমাঠ ও রক্ষণের বোঝাপড়ার উপরও জোর দিয়েছেন ফাউলার।                        ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

48

পাশাপাশি ম্য়াচের আগে প্রেস কনফারেন্সে দলের গোল না পাওয়া নিয়েও মুখ খুলেছেন ফাউলার। তিনি জানিয়েছেন,'সবসময় স্ট্রাইকারদের কাজ হয় না গোল করা। অন্যান্য ফুটবলারদেরও সমান দায়িত্ব সেটা। তবে আমি বেশি উদ্বিগ্ন হতাম যদি সুযোগ তৈরি না হত।'                        ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

58

এই পরিস্থিতিতে দলের উপর আস্থা রাখার কথাও বলছেন রবি ফাউলার। ফাওলারের মন্ত্র, পরিস্থিতি যে কঠিন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে নিজেদের উপর থেকে বিশ্বাস হারালে চলবে না।          ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

68

জামশেদপুর ম্যাচের আগে ওয়েন কোয়েলের দলের প্রধান স্ট্রাইকার ভালসকিসকে নিয়ে চিন্তিত রয়েছেন ফাউলার। প্রতি ম্যাচে গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভালসকিস। তারউপর চোটের কারমে ফাউলার পাচ্ছেন না ড্যানি ফক্সকে। এই পরিস্থিতিতে নেভিল, শেহনাজ, ইরশাদদের বাড়তি সতর্ক থাকতে বলেছেন ফাউলার।                 ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

78

জামশেদপুর ম্যাচের আগে অনুশীলনে নিজেদের উজার করে দিয়েছেন লাল-হলুদ প্লেয়াররা। এই ম্যাচ যেকোনও মূল্যে জয় চাইছেন স্টেইনম্যান, পিলকিংটন, মাঘোমা, বলবন্ত সিংরা।            ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

88

শতবর্ষে প্রিয় দলের পারফরমেন্সে হতাশ লাল-হলুদ সমর্থকরাও। তাই আজকের ম্যাচে জয় দেখার অপেক্ষায় শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা। ভরসা রাখুল, সাফল্য আসবেই, ম্যাচের আগে বার্তা ফাউলারের।                            ছবি সৌজ্যন্যেঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos