Coronavirus: রাজ্যে কমলেও সংক্রমণ বাড়ল কলকাতায়, কোভিডে মৃত্যু ৫ জেলায়

বাংলায় দৈনিক কোভিড সংক্রমণ কমেছে।  কমেছে একদিনে মৃত্যুর সংখ্যাও। তবে রাজ্যে এখনও মৃত্য়ু থামেনি ৫ জেলায়।  চিন্তা বাড়াচ্ছে কলকাতা- দুই ২৪ পরগণা।
রবিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে  ৫৬১ জন আক্রান্ত হয়েছেন। এবং মৃত্যু  হয়েছে ৮ জনের।  চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড চিত্র।
 

Asianet News Bangla | Published : Aug 23, 2021 3:22 AM IST

111
Coronavirus: রাজ্যে কমলেও সংক্রমণ বাড়ল কলকাতায়, কোভিডে মৃত্যু ৫ জেলায়

 কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমেছে রাজ্যে।  মৃত্যুর সংখ্যাও গত ২৪ ঘন্টায় কমেছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৫ জেলায়। 
 

211


মৃত্যুর লিস্টে সেই ৫ জেলার লিস্টে শীর্ষে রয়েছে নদিয়া। যদিও মৃত্য়ু শূন্য এখনও হতে পারেনি  কলকাতা, উত্তর ২৪ পরগণা , হাওড়া, হুগলি জেলা।
 

311

তবে এদিন  পশ্চিম বর্ধমান ,দার্জিলিং, কালিংপং, পশ্চিম মেদিনীপুর জেলা মৃত্যু শূণ্য হয়েছে। শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

411

রবিবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৮ জন। তবে এবার ফের কলকাতায় কোভিডে ২ জনের মৃত্যু হয়েছে। 

511

রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, নদিয়ায় ৩ জনের মৃত্য়ু হয়েছে। এবং উত্তর ২৪ পরগণা , হাওড়া, হুগলি জেলা জেলায়  ১ প্রাণ হারিয়েছেন। 
 

611


রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা  এক লাফে ৭০ থেকে বেড়ে ৭৪  জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১২,০০৮ জন এবং  মোট মৃতের সংখ্যা ৪৯৯৫ জন। 
 

711

 এবারও  রাজ্যের সব জেলার থেকে এবারেও সংক্রমণ নিয়ে শীর্ষে উত্তর ২৪ পরগণা। দ্বিতীয়  কলকাতা।  তবে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা ৯০ এর নীচে নেমেছে। 

811

রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ৭৯ জন। দক্ষিণ ২৪ পরগণায়  একদিনে আক্রান্তের সংখ্যা ৮৯ জন কমে ৫৮ জন।  দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৫৭ জন। 

911

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৫৬১ জন । যা আগের থেকে অনেকটাই কমেছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ৯,৪৬১ জন।

1011


তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৬ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ১৫,১৬১ জন। 

1111


 স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর  দ্বিতীয় তরঙ্গে  ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার একদিনে এখনও ৯৮.২০ শতাংশ। 

 

Share this Photo Gallery
click me!
Recommended Photos