COVID 19: পুজোর বাজারে শিকেয় মাস্ক, শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১১২

বাংলায় দৈনিক কোভিড সংক্রমণ  ক্রমশ বাড়ছে। আশঙ্কা বাড়িয়ে সংক্রমণে শীর্ষে কলকাতা। দ্বিতীয় উত্তর ২৪ পরগণা।  পুজোর বাজারে শিকেয় মাস্ক, তাই মহামারি আইন নিয়ে বিক্রেতাদের নয়া ঘোষণা করেছেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম। তবে রাজ্যে মৃত্য়ু বেড়ে এবার ৭ জেলায়। শুক্রবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন  ৭০৩  জন  এবং মৃত্যু  হয়েছে ৮ জনের। দেখুন বাংলা তথা কলকাতার কোভিড ক্যানভাস।


 

Asianet News Bangla | Published : Aug 28, 2021 8:33 AM
111
COVID 19: পুজোর বাজারে শিকেয় মাস্ক, শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১১২

মুখে মাস্ক না পড়লে পুজোর বাজারে কেনা-বেচা দুই নিষিদ্ধ। শহরে যে হকার বা দোকানদার মাস্কহীন ক্রেতাকে সামগ্রী বিক্রি করবেন , তাঁর বিরুদ্ধে অতিমারী আইনেই ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। একই নিয়মে সরকারি-বেসরকারি বাসেও। নিষেধাজ্ঞা জারি ঘোষণা করেছেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

211

 কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও ফের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল  রাজ্যে।  মৃত্যুর সংখ্যাও গত ২৪ ঘন্টায় বেড়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৭ জেলায়। 

311

মৃত্যুর লিস্টে সেই ৭ জেলার লিস্টে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ   । যদিও মৃত্য়ু শূন্য এখনও হতে পারেনি   কলকাতা,দুই ২৪ পরগণা, হুগলি, কালিংপং, জলপাইগুড়ি ।

 

411


তবে এবার  দার্জিলিং, দুই মেদিনীপুর , নদিয়া ,  দুই বর্ধমান , উত্তর দিনাজপুর জেলা মৃত্যু শূণ্য হয়েছে। শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

511

 
শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৮ জন। মুর্শিদাবাদে ২  জনের মৃত্য়ু হয়েছে।কলকাতা,দুই ২৪ পরগণা, হুগলি, কালিংপং, জলপাইগুড়ি জেলায়  ১ প্রাণ হারিয়েছেন। 

611


শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা  এক লাফে  ৮৯  জন থেকে বেড়ে ১১২ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১২,৪৯৯জন এবং  মোট মৃতের সংখ্যা ৪৯৯৯ জন। 
 
 

711

 এবারও  রাজ্যের সব জেলার থেকে এবারেও সংক্রমণ নিয়ে শীর্ষে  কলকাতা , দ্বিতীয় উত্তর ২৪ পরগণা।  তবে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা ফের  ১০০ ছুঁইছুঁই।

811

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ৮৯ জন। দক্ষিণ ২৪ পরগণায়  একদিনে আক্রান্তের সংখ্যা  ৪৯ জন।  দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৫৭ জন। 
 

911

শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৭০৩ জন । যা আগের থেকে অনেকটাই বেড়েছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ৯,১৪৩ জন।

1011

তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১৯ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ১৮,৬৮৪ জন। 

1111


 স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর  দ্বিতীয় তরঙ্গে  ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার একদিনে এখনও ৯৮.২২ শতাংশ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos