উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেও এক ভয়াবহ ঘটনা ঘটে বাংলার বুকে। ফাদার্স ডে-র আগের দিন মত্ত অবস্থায় মদ খাওয়ার টাকা চাইতে গিয়ে ছেলের হাতে খুন হন বাবা। মৃতের নাম বিধান ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায়, মত্ত অবস্থায় প্রায়ই স্ত্রী ও ছেলেদের মারধর করতেন বিধানবাবু। সেদিনও তার ব্যাতিক্রম ছিল না। মত্ত অবস্থায় মদ খাওয়ার টাকা চেয়ে স্ত্রী চায়না ঘোষের ওপর অত্যাচার শুরু করেন তিনি। স্ত্রীর দিকে বঁটি নিয়ে তেড়ে বাবাকে আটকায় ছেলে। ধস্তাধস্তিতে বিধান ঘোষের গলার নলি কেটে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।