মঙ্গলবার ভোরে মিলল খানিক স্বস্তি, দিনভর মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে

মঙ্গলবার সকাল থেকেই পাল্টে গেল আবহাওয়া। গত দুদিনের টানা গরমে নাজেহাল পরিস্থিতিতে খানিক মিলল স্বস্তি। রাজ্য জুড়ে এদিন কেমন থাকবে আবহাওয়া, কী সতর্কতা জারি করল হাওয়া অফিস...

Jayita Chandra | Published : Sep 1, 2020 3:16 AM IST

18
মঙ্গলবার ভোরে মিলল খানিক স্বস্তি, দিনভর মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে

রবিবার থেকে ক্রমেই বেড়ে চলেছেল গরমের দাপট। বেড়েছিল বাতাসে আদ্রতা জণিত সমস্যা। যার ফলে গরমে নাজেহাল হতে হয়েছিল রাজ্যবাসীকে। 

28

মঙ্গলবার ভোরে মিলল খানিক স্বস্তি। এদিন ভোর থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যায় রাজ্যের বেশ কিছু জেলায়। 

38

দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এদিন আবহাওয়া অফিস থেকে জানানো হয়। দিনভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। 

48

এদিন সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টি হয় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে। আকাশ সকাল থেকেই মেঘলা। 

58

এদিন সকাল থেকে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত দেখা যায়। দক্ষিণের পাশাপাশি উত্তরের ছবিটাও এক। 

68

তবে উত্তরবঙ্গে জারি করা হয়েছে হলুদ সঙ্কেত। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের বাকি জেলাতেও। 

78

পাশাপাশি বৃষ্টি হবে রাজ্যের বেশ কিছু জেলাতেও, মালদা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদে মঙ্গলবার সকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনায়। 

88


যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি। মেঘ কাটলে আবারও বাড়বে গরমের দাপট। মঙ্গবার বাতাসের তাপমাত্রা থাকে স্বাভাবিক। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos