বেশ কয়েকদিন ধরেই গরমের দাপট বাড়লেও মাঝে মধ্যেই বৃষ্টির জেরে মিলছে স্বস্তি। শনিবার থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও। সোমবার থেকেই আকাশের মেঘলা। মঙ্গলবার সকালে রোদ ও গরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে।