কৃষকদের ডাকা ভারত বনধের প্রভাব কলকাতায়, বিভিন্ন জায়গায় রেল অবরোধ-বিক্ষোভ

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠগুলির ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পড়ল কলকাতায়। যাদবপুর সহ কলকাতা লাগোয়া বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখায় বামকর্মী সমর্থকরা। মৌলালির এন্টালি মার্কেটে বিমান বসুর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। শহরের বিভিন্ন জায়গায় সরকারি বাস আটকানো হয়। বনধের প্রভাব দেখা যায় ধর্মতলা চত্বরেও।  

Asianet News Bangla | Published : Dec 8, 2020 10:07 AM IST
16
কৃষকদের ডাকা ভারত বনধের প্রভাব কলকাতায়, বিভিন্ন জায়গায় রেল অবরোধ-বিক্ষোভ

কৃষি আইনের বিরোধিতায় আজ দেশ জুড়ে ভারত বনধের প্রভাব পড়ল কলকাতাতেও। বনধের মিশ্র প্রভাব পড়লেও যান চলাচল স্বাভাবিক ছিল কলকাতায়। কলকাতার বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকরা।

26

কলকাতার এন্টালি মার্কেটে বিমান বসুর নেতৃত্বে মিছিল বাম কর্মী সমর্থকরা। বনধের সমর্থনে রাজাবাজার পর্যন্ত মিছিল হয়। অন্যদিকে, শিযালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসইউসিআই।
 

36

ভারত বনধের প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে। কার্যত ফাঁকা ছিল বিমানবন্দর চত্বর। ওই এলাকার বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা। বেশ কয়েকটি জায়গায় অবরোধও করা হয়।

46

অন্যদিকে যাদবপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখানো হয় বাম কর্মীদের পক্ষ থেকে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত করে বনধ সমর্থনকারীরা। শহরের কয়েকটি জায়গায় সরকারি বাস আস আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।

56

বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। কৃষকদের ডাকা ধর্মঘটের সমর্থনে লেকটাউন, বাঙুর যশোর রোড অবরোধ করা হয়। ধর্মতলা চত্বরে মিনি বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা ছিল অনেকটা কম।

66


যাদবপুর বাসস্ট্যান্ডের কাছে সকাল ৯টা পর্যন্ত অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। পাশাপাশি, যাদবপুর স্টেশনেও রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় বামদের যুব সংগঠন। ট্রেন আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos