তৃণমূলের 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচির পালটা 'গৃহযাত্রা' বিজেপির, নয়া কর্মসূচির সূচনায় কৈলাস

তৃণমূলের দুয়ারে দুয়ারে কর্মসূচির পালটা নিল বিজেপিও। জেলা জুড়ে গৃহযাত্রা অভিযান শুরু করল বিজেপি। উত্তর ২৪ পরগনায় এই কর্মসূচির সূচনা করলেন কৈলাস বিজয়বর্গীয়। বাড়ি বাড়ি ঘুরে লিফলেট বিলি করলেন তিনি। রাজ্য জুড়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে হিংসা, দুর্নীতির অভিযোগ তুলে বাড়ি বাড়ি 'আর নয় অন্যায়' কর্মসূচির লিফলেট বিলি করা হয়।

Asianet News Bangla | Published : Dec 5, 2020 10:04 AM IST
16
তৃণমূলের 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচির পালটা 'গৃহযাত্রা' বিজেপির, নয়া কর্মসূচির সূচনায় কৈলাস

বাংলায় বিধানসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সব রাজনৈতিক দল। 'চলুন মাস্টারমশাই বাড়ি বাড়ি', 'দুয়ারে-দুয়ারে' সহ একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের পালটা কর্মসূচি নিল বিজেপিও।
 

26


উত্তর ২৪ পরগনায় তৃণমূলের 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচির পালটা 'গৃহযাত্রা' কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির এই নয়া কর্মসূচির সূচনা করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

36

বারাসতের সত্যনারায়ণ পল্লিতে এই 'গৃহযাত্রা' কর্মসূচির সূচনা করেন কৈলাস। শনিবার দুপুর বারোটা নাগাদ কামখ্যা মন্দিরে পুজো দেন তিনি। এরপর, মন্দির সংলগ্ন বেশ কয়েকটি বাড়িতে যান কৈলাস। 'গৃহযাত্রা' কর্মসূচি নিয়ে বিজেপির জন্য জনসংযোগ বৃদ্ধি করেন।

46

মন্দির সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়িতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মসূচি 'আর নয় অন্যায়' এর লিফলেট বিলি করেন কৈলাস বিজয়বর্গীয়। বারাসতের রথতলা ময়দানে জড়ো হন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক।

56

রথতলা ময়দান থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে স্বাগত জানান বিজেপি কর্মীরা। সেখান থেকে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বৃদ্ধি করেন তিনি।

66

বারাসত বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় জানান, মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যে যে প্রতিনিয়ত অন্যায় চলছে, সেজন্য সাধারণ মানুষকে সজাগ করত এই জনসংযোগের প্রয়োচজন রয়েছে বলেও জানান তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos