COVID Infection In Bengal: করোনা বিস্ফোরণ বাংলায়, গত ৭ দিনে রাজ্যে কতটা বাড়ল সংক্রমণ

ফের করোনা বিস্ফোরণ শুরু হয়েছে গোটা বাংলাজুড়েই(coronavirus in westbengal)। হু হু করে বেড়ে চলেছে সংক্রমণের পারা। এদিকে করোনাকে বাগে আনতে ইতিমধ্যেই আংশিক লকডাউন(Partial Lockdown) চালু হয়েছে বাংলায়(West Bengal)। বাতিল হয়ে গিয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল( Kolkata Film Festival)। উদ্বেগের সুতোয় ঝুলছে কলকাতা বইমেলা, গঙ্গাসাগর মেলার(Kolkata Book Fair, Gangasagar Mela) ভবিষ্যত। এদিকে এরইমধ্যে গত এক সপ্তাহে বাংলার করোনা উত্থান দেখে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন স্বাস্থ্য আধিকারিকেরা।

Jaydeep Das | Published : Jan 6, 2022 2:58 PM IST

110
COVID Infection In Bengal: করোনা বিস্ফোরণ বাংলায়, গত ৭ দিনে রাজ্যে কতটা বাড়ল সংক্রমণ

এক সপ্তাহের করোনা চিত্রে দেখা যাচ্ছে গত ৩০ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৪১৭ জন। যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯২০ জন। বাকিরা রয়েছেন হোম আইসোলেশনে।

210

অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ১৯৪টি হাসাপাতালকে বিশেষ ভাবে চিহ্নিত করেছে সরকার। এই হাসপাতালগুলিতেই বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে করোনা সেবার উপরে।

310

১৯৪টি হাসপাতালের মধ্যে করোনা রোগীদের জন্য ইতিমধ্যেই ৩২ হাজার ২৬৮টি বেড তৈরি রাখা হয়েছে। পাশাপাশি ৪১৮০টি সিসিইউ ও এইচডিইউ বেড রয়েছে বলে জানা যাচ্ছে।

410

অন্যদিকে গোটা রাজ্যজুড়ে বর্তমানে ৪০৩টি কন্টেইনমেন্ট জোন রয়েছে বলে জানা যাচ্ছে। যারমধ্যে ২৬৭টি সাধারণ কন্টেইনমেন্ট জোন ও ১৩৬টি মাইক্রো কন্টেইনমেন্ট জোন রয়েছে বলে খবর।

510

অন্যদিকে ৬ তারিখ সন্ধ্যে বেলা জারি করা করোনা বুলেটিনে জানা যাচ্ছে গত ৩৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। যা আগের দিনের থেকে ১ হাজার বেশি।

610

৬ তারিখ সন্ধ্যে অবধি রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৩ হাজার ৭৪৪। মারা গিয়েছেন ১৯ হাজার ৮৪৬ জন।

710

অন্যদিকে বর্তমানে রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৬.৪০ শতাংশ। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৭ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৪১ হাজার ১০১।

810

অন্যদিকে বর্তমানে রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৬.৪০ শতাংশ। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৭ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৪১ হাজার ১০১।

910

অন্যদিকে রাজ্যে এখনও পর্যন্ত ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ৭ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষ।

1010

রাজ্যে এখনও পর্যন্ত ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ৭ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষ।

Share this Photo Gallery
click me!
Recommended Photos