কলকাতায় পৌঁছে গেল করোনা-টিকা কোভিশিল্ড, শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু টিকাকরণ কর্মসূচি

সেরাম ইন্সটিটিউটের তৈরি করোনা টিকার প্রথম ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। এবার খোদ কলকাতার বুকে পৌঁছে গেল করোনার টিকা। দেশের ভয়াবহ যে ছবি গত এক বছর ধরে মানুষকে তারিয়ে নিয়ে বেড়িয়েছে, তারই যেন অবসান ঘটার পালা। মঙ্গলবারই বিমান মারফত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছে করোনা টিক। 

Jayita Chandra | Published : Jan 12, 2021 9:46 AM IST / Updated: Jan 12 2021, 03:34 PM IST
18
কলকাতায় পৌঁছে গেল করোনা-টিকা কোভিশিল্ড, শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু টিকাকরণ কর্মসূচি

প্রকাশ্যে এসেছে কোভিশিল্ডের প্রথম ছবি। ইতিমধ্যেই সেরাম কর্মা আদার পুনেওয়ালা এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। 

28

মঙ্গলবার ভোর রাতেই পুনে ইন্সটিটিউট থেকে বেড়িয়ে পড়ে টিকা বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে। 

38

মোট ১৩ টি স্থানে এই কোভিশিল্ড পৌঁচ্ছে যাচ্ছে মঙ্গলবার। প্রথম কার্গো ফ্লাইটটি পৌঁচ্ছে গিয়েছে বিজয়ওয়াদা, ভূবনেশ্বর ও হায়দ্রাবাদে। 

48

দ্বিতীয় ফ্লাইটেই কলকাতা ও গুয়াহাটিতে পৌঁচ্ছে গেল কোভিশিল্ড। সেই প্যাকিং বক্সের ছবিও ছড়িয়ে পড়ল মুহূর্তে। 

58

দিল্লি, আমেদাবাহ সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে করোনার টিকা। দেখের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রস্তুতি তুঙ্গে। 

68

কেন্দ্রীয় সরকার ২০২১ সালে সেরামের থেকে ডোজ পিছু ২০০ টাকা করে করোনা টিকা কেনার কথা জানায়। 

78

ইতিমধ্যে সেরামের সঙ্গে ৫.৬০ কোটি টাকার চুক্তি হয়েছে। আগামী দুমাসের মধ্যেই ৪.৫০ কোটি টাকার কোভিশিল্ড কেনার পরিকল্পনাও করা হয়েছে। 

88

মঙ্গলবার কড়া নিরাপত্তায় ঢেকে সেরাম থেকে পুনে বিমানবন্দরে পৌঁচ্ছে যায় কোভিশিল্ড বোঝাই ট্রাক। সব মিলিয়ে মোট ৪৭৮টি বাক্স এদিন শিপিং করা হয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos