করোনা, আমফান, রেশন দুর্নীতি নিয়ে এই মুহূর্তে 'ব্যাকফুটে তৃণমূল'। রাজ্য়ে গদি দখলের দৌড়ে বিরোধীধের মধ্য়ে সবার আগে নাম রয়েছে বিজেপির। কিন্তু ২০২১-এর নির্বাচনের আগে দলে দিলীপ-মুকুল দ্বন্দ্বে ভাবমূর্তি নষ্ট হচ্ছে গেরুয়া ব্রিগেডের। ঘাসফুল থেকে পদ্মফুলে আসা মুকুলপন্থী অনেক নেতাই এখন দোটানায়। যার সুযোগ নিচ্ছেন তৃণমূল নেত্রী। বিজেপিতে কোণঠাসা একের পর এক প্রাক্তন তৃণমূল নেতারা ঘরে ফিরছেন। সেখানে দাঁড়িয়ে মুকুল ঘাসফুলে ফিরলেও অবাক হবে না বিজেপি।