কলকাতায় কমল কনটেনমেন্ট জোনের সংখ্যা, স্বস্তিতে শহরবাসী, দেখুন ছবি

কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে  হয়েছে  এবার ১৭ ৷ তবে একটাসময় এই সংখ্যাটাই  পৌঁছে গিয়েছিল ৩৯ এ৷ পাশাপাশি একদিনের হিসেবে শহর কলকাতায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷ অপরদিকে কলকাতাবাসীর জন্য সুখবর, যা স্বস্তি দেবে। একদিনে মৃতের সংখ্যা ১০ এর নিচে নামল৷ রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতাতে মৃত্যু হয়েছে ৮ জনের৷ এদিকে কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷  
 
 

Asianet News Bangla | Published : Aug 24, 2020 3:57 AM IST

17
কলকাতায় কমল কনটেনমেন্ট জোনের সংখ্যা, স্বস্তিতে শহরবাসী, দেখুন ছবি

কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে  হয়েছে  এবার ১৭ ৷ তবে একটাসময় এই সংখ্যাটাই  পৌঁছে গিয়েছিল ৩৯ এ৷ পাশাপাশি একদিনের হিসেবে শহর কলকাতায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷
 

27

কনটেনমেন্ট জোনের নতুন তালিকায় উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকা রয়েছে৷ এখানকার তিন নম্বর বোরোতে নতুন করে ২টি কনটেনমেন্ট ঘোষণা করা হয়েছে৷ কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার মতিলাল বসাক লেন৷ এবং ৭১/৩ ক্যানাল সার্কুলার রোড ওড়িয়েন্ট এলাকা৷ 

37


৩৩ নম্বর ওয়ার্ডের ৯৮বি সুরেন সরকার রোড এর মনসা মন্দির শিতলা সংঘ৷ ৩৪ নম্বর ওয়ার্ডের বারোয়ালীতলা রোড৷ ৩৫ নম্বর ওয়ার্ডের ৩ বেলিয়াঘাটা মেইন রোড। এছাড়া চার নম্বর বোরোর ২৭ নম্বর ওয়ার্ডের যুগল কিশোর দাস লেন এর আমহার্স্ট স্ট্রিট এলাকা৷

47

 অপরদিকে কলকাতাবাসীর জন্য সুখবর, যা স্বস্তি দেবে। একদিনে মৃতের সংখ্যা ১০ এর নিচে নামল৷ এদিকে কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷

57

রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জনের৷ শনিবার সেই সংখ্যা ছিল ১২ জন৷ তার আগে শুক্রবার এই সংখ্যাটা ছিল ২২ জন৷ তবে শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১৭৪ জনের৷
 

67


দক্ষিণ কলকাতায় নতুন কনটেনমেন্ট জোন হল- ৮ ও ১০ নম্বর বোরোর ৬৯ এবং ৯১ নম্বর ওয়ার্ড এলাকা৷ এর মধ্যেই রয়েছে বালিগঞ্জের অধিকাংশ এলাকা ও জহুরা বাজার লেন৷ এছাড়া ৯ ও ১৬ নম্বর বোরোর ৭৭,৮২ এবং ১২৪ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা নতুন কনটেনমেন্ট এর তালিকায় রয়েছে৷ বিশেষ করে চেতলা ও খিদিরপুর এলাকা৷

77

এছাড়া একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও কমেছে৷ গত ২৪ ঘন্টায় ২০ জন কমে মোট সংখ্যাটা ৬ হাজারের নিচে নেমে এল৷ তথ্য অনুযায়ী,৫,৮৯০ জন৷ শনিবার সংখ্যাটা ছিল ৫,৯১০ জন৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬,১১৪ জন৷ অর্থাৎ কলকাতায় প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৷

Share this Photo Gallery
click me!
Recommended Photos