সংবাদ সংস্থা আইএএনএস-কে 'হোটেল অ্যান্ড রেস্তোব়্যান্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র (Hotel and Restaurant Association of Eastern India) সভাপতি সুদেশ পোদ্দার (Sudesh Poddar) বলেন, 'মনে হয়, গত সপ্তাহে প্রতিটি রেস্তোরাঁই মোট অতিথি আগমন এবং আয়ের দিক থেকে, তাদের নিজেদের সর্বকালের রেকর্ড ভেঙেছে।' সুদেশ পোদ্দার মন্থন, সাংহাই, এবং এমএস বার এবং লাউঞ্জের মতো বার ও রেস্তোরাঁ চালান।