সঞ্জয় চট্টোপাধ্যায় আরও বলছেন, 'লিঙ্কে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। প্রথমে একটি প্রশ্ন থাকবে, যাত্রী কোন ভাষায় কাজ চালাতে চাইছেন। বাংলা, ইংরেজি ও হিন্দি - এই ৩ রকমের 'অপশন' থাকবে। তারপরে যাত্রীকে নিজের নাম লিখতে হবে। কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন, কোথায় নামবেন ও কোন সময় তাঁর যাত্রা শুরু করতে চান।' এই তিনটি অপশন আসবে ।