একদম শেষটায় রইল সরবতের ঠিকানা। গরমকালে সরবত খেতে অনেক পছন্দ করলেও শীতের আমেজেও কিন্তু এখন বেশ চল রয়েছে। সরবতের অন্যতম ঠিকানা হল কলেজস্ট্রিটের প্যারামাউন্ট। যদিও কলেজস্ট্রিট আপনি বিরিয়ানি খেতে আসেন, তাহলে অবশ্য ডাবের সরবতটা এখানে এসে খেতে ভূলবেন না। পেট তো ঠান্ডা হবে, হালকা মেজাজে টেনে ঘুম দিতেও পারবেন।