আর যদি এসব কোনও কিছু করতে ইচ্ছে না করে, মন চায় ভর-বেগ। মানে ইংরেজিতে যাকে বলে মোমেন্টাম, তা আপনি পেয়ে যাবেন রেস কোর্সে গেলে। সমস্ত জড়তা কেটে যাবে। জিতে ফিরবেন কালো ঘোড়ার মতই। উল্লেখ্য, কলকাতার রেসকোর্সের মাঠ তো সবাই জানে। ব্রিটিশ আমলে যখন কলকাতা ভারতের রাজধানী ছিল, তখন ইতিহাসিক শহর বারসাতের কাছারি ময়দানেই রাজ্যের প্রথম ঘোড়া দৌড় চালু হয়।