সুপার সাইক্লোন 'যশ'-র মোকাবিলায় কলকাতা বিমানবন্দর, কড়া নজরদারি উপকূলরক্ষী বাহিনীরও


সাইক্লোন  'যশ'  জন্য প্রস্তুতি শুরু করেছে কলকাতা বিমানবন্দর। উল্লেখ্য,  মৌসম ভবনের দেওয়া পূর্বভাস অনুযায়ী,   ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণীঝড় 'যশ'।  তাই পাশাপাশিরবিবার সকাল থেকে উপকূল রক্ষী বাহিনীর তরফে পুনরায় আকাশপথে এয়ারক্রাফট এর মাধ্যমে নজরদারি শুরু হয় সমুদ্র উপকূলীয়  অঞ্চল গুলিতে। দেখুন কলকাতা বিমানবন্দর এবং  উপকূল রক্ষী বাহিনীর আকাশপথের ছবি।
 

Asianet News Bangla | Published : May 23, 2021 12:05 PM IST / Updated: May 23 2021, 05:42 PM IST

110
সুপার সাইক্লোন 'যশ'-র মোকাবিলায় কলকাতা বিমানবন্দর,  কড়া নজরদারি উপকূলরক্ষী বাহিনীরও



বিমানবন্দর কতৃপক্ষ প্রত্যেক বিমান সংস্থাকে জানিয়ে দিয়েছে যে ঝড় মোকাবিলা করার জন্য সমস্ত সরঞ্জাম যেনও তৈরি রাখে। 
 

210

বিমানের চাকা বদলানো বা বিমান গুলিকে কোনও ভারী জিনিসের সঙ্গে বেঁধে রাখার সরঞ্জাম নিয়ে তৈরি সমস্ত সংস্থা। 
 

310


পাশাপাশি প্রতিমুহূর্তে হাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী ২৬ তারিখ মঙ্গলবার কোন সময় কলকাতায় প্রবেশ করছে এই ঘূর্ণিঝড়।
 

410


 সেইমতো বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে আগামী ২৬ তারিখ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হবে। 

510

 

পাশাপাশি ২৬ তারিখের আগে পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
 

610


রবিবার সকাল থেকে উপকূল রক্ষী বাহিনীর তরফে পুনরায় আকাশপথে এয়ারক্রাফট এর মাধ্যমে নজরদারি শুরু হয় সমুদ্র উপকূলীয়  অঞ্চল গুলিতে। 

710


রবিবার সকালে নজরদারী চলাকালীন বঙ্গোপসাগরে একটি ট্রলারকে দেখতে পায় উপকূল রক্ষী বাহিনীর নজরদারি চালানো এয়ারক্রাফট।  

810

 প্রথমে তাকে সতর্ক করা হয় পরে ওই ট্রলারটি কে নিরাপদ জায়গায় সরিয়ে  আনে।  

910


এই বিষয়ে  ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী আধিকারিক অভিজিত দাসগুপ্ত জানান , 'দুদিন ধরে নজরদারি চলছে এয়ারক্রাফট এর মাধ্যমে যদিও সরকারিভাবে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা রয়েছে।
 

1010

 

 


 'তা সত্বেও আমরা দেখছি কয়েকটি ট্রলার সমুদ্রের চলে যায় এখন ও সমুদ্র  কয়েটি ট্রলার আমরা পেয়েছি।'  তাদের কোষ্টগার্ডের জাহাজ ও এয়ারক্রাফটের মাধ্যমে ২৪ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার কাজ চালানো হচ্ছে' বলে জানিয়েছেন অভিজিত দাসগুপ্ত।

Share this Photo Gallery
click me!
Recommended Photos