Published : May 14, 2021, 12:28 PM ISTUpdated : May 14, 2021, 12:33 PM IST
রাজ্য কোভিডে ভয়াবহ অবস্থা। কোভিড বিধির মেনেই মেতে উঠল ইদের উৎসব নাখোদা মসজিদে। উল্লেখ্য, বাংলায় একদিনে কোভিডে মৃত্যু দেড়শো ছুঁইছুঁই এবং একদিনে করোনা আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ১২৯ জন এবং সংক্রমণ ২০ হাজার ৮৩৯ জন। তাই এই ভয়াবহ পরিস্থিতিতে কড়া নিয়মের মাঝে পাঠ হল ইদের নমাজ।