দেশে ১৯টি নিরাপত্তা শহরকে ছাপিয়ে নারী সুরক্ষায় সেরা কলকাতা, সরকারি সমীক্ষায় উঠেল তথ্য

সমাজ যতই এগিয়ে যাওয়ার কথা বলুক না কেন, কোথাও গিয়ে হয়তো আজও নারী নিরাপত্তা প্রশ্নের মুখেই রয়ে গিয়েছে। দেশের কোথাও না কোথাও প্রতিমুহূর্তে নানা ভাবে নারীদের নির্যাতিত হতে হচ্ছে। প্রতিবাদের ভাষা থাকলেও অনেক সময় পাশবিক বলের কাছে হারমানতে হয়। আর তা থেকে সৃষ্টি হওয়া ক্রাইম যেন সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিে বেড়ে চলেছেন। কিন্তু শহর কলকাতা এক অন্য গল্প বলে...

Jayita Chandra | Published : Oct 8, 2020 8:26 AM IST

17
দেশে ১৯টি নিরাপত্তা শহরকে ছাপিয়ে নারী সুরক্ষায় সেরা কলকাতা, সরকারি সমীক্ষায় উঠেল তথ্য

একের পর এর ধর্ষণকাণ্ড যখন গোটা দেশকে তোলপাড় করছে তখনই এক স্বস্তির খবর উঠে এলো শিরোনামে। নারী নির্যাতনের নিরিক্ষে কলকাতা এখন সব থেকে সুরক্ষিত শহর। 

27

এনসিআরবি-র এক রিপোর্ট অনুযায়ী ভারতের মধ্যে এখন কলকাতাই সেরা নারী নিরাপত্তার নিরিখে। শীর্ষে নাম লিখিয়েছে দিল্লি। 

37

ভারতে অবস্থিত মোট ১৯ টা মেট্রোপলিটন শহরের মধ্যে কলাকায় নারী নির্যাতনের সংখ্যা সব থেকে কম। NCRB–এর দেওয়া তথ্যে অনুযায়ী দেখা গিয়েছে, শহরে শিশু কন্যা নির্যাতনের একটিও ঘটনা ঘটেনি। 

47

রাজস্থান সুরক্ষার নিরিখে সব থেকে পিছিয়ে। রাজ্য হিসেবে মেয়েদের জন্যে সব থেকে নিরাপত্তিহীণ জায়গা বলে চিহ্নিত হয়েছে। 

57

কলকাতা বরাবরই মহিলা সুরক্ষার নিরিখে এগিয়ে থেকেছে। পথে ঘাটেই হোক বা গার্হস্থ্য কলহই হোক, অন্যান্য রাজ্যের শহর থেকে কলকাতা বেশ সুরক্ষিত। 

67

অভিযোগের তালিকাতে থাকা সকলেই ১৮ বছরের উর্দ্ধে, তাই শিশু সুরক্ষার দিক থেকেও গর্বের শহর কলকাতা। 

77

গোটা দেশ যখন জ্বলছে, তখন প্রশাসনিক তৎপরতায় ও শহরবাসীর আচরণে এমনই শিরোপা পেল তিলোত্তমা কলকাতা। যা নিয়ে গর্ব হয় বইকি। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos