শাস্তি নয়, বর্ষশেষে ভালবেসে চিড়িয়াখানার সামনের ক্ষুদে বিক্রেতাকে মাস্ক পরাল কলকাতা পুলিশ

কোভিড আবহে এক অন্য় কলকাতার দেখা পেল সাধারণ মানুষ। একে লন্ডন ফেরৎ একাধিক কলকাতাবাসী কোভিডের নতুন স্ট্রেনে আক্রান্ত। তার উপর জাঁকিয়ে শীতে সোনা রোদে বছরের শেষ দিনে ঘুরতে বেরোবে না রাজ্যবাসী , তা কি হয়।  নের সুখে খালি মুখে দিব্য়ি বাইরে বেরোলো বাঙালি।  তবে শাস্তি বরং ভালোবেসেই যত্ন করে সেই খালি মুখ গুলিতে করোনা রুখতে নিজে হাতে মাস্ক পরিয়ে দিল কলকাতা পুলিশ।


 

Ritam Talukder | Published : Dec 31, 2020 11:09 AM IST
15
শাস্তি নয়, বর্ষশেষে ভালবেসে চিড়িয়াখানার সামনের ক্ষুদে বিক্রেতাকে মাস্ক পরাল কলকাতা পুলিশ
বৃহস্পতিবার সকাল থেকে আলিপুর চিড়িয়াখানায় ভালই ভীড়।তার উপর জাঁকিয়ে শীতে সোনা রোদে বছরের শেষ দিনে ঘুরতে বেরোবে না রাজ্যবাসী , তা কি হয়।
25
কলকাতা পুলিশ এবং আলিপুর থানা নির্দেশে আলিপুর চিড়িয়াখানা আসা দর্শকদেরকে অনুরোধ করা হয়, তারা যেন মাস্ক পরে চলাফেরা করে।
35
মাইকে করে সতর্কবার্তার মাধ্যমে সচেতনও করেন তাঁরা। আর তারপরেও মনের সুখে খালি মুখে দিব্য়ি বাইরে বেরোলো বাঙালি।
45
এদিকে সেই আনন্দই যেন নতুন বছরের দুঃখ্যে কারণ না হয়ে ওঠে তারই জন্য বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক আগাম জানিয়েছেন মুখ্যসচিব।
55
তবে শাস্তি বরং ভালোবেসেই যত্ন করে দর্শকদের সেই খালি মুখ গুলিতে করোনা রুখতে নিজে হাতে মাস্ক পরিয়ে দিল কলকাতা পুলিশ।
Share this Photo Gallery
click me!

Latest Videos