কোভিড আবহে এক অন্য় কলকাতার দেখা পেল সাধারণ মানুষ। একে লন্ডন ফেরৎ একাধিক কলকাতাবাসী কোভিডের নতুন স্ট্রেনে আক্রান্ত। তার উপর জাঁকিয়ে শীতে সোনা রোদে বছরের শেষ দিনে ঘুরতে বেরোবে না রাজ্যবাসী , তা কি হয়। নের সুখে খালি মুখে দিব্য়ি বাইরে বেরোলো বাঙালি। তবে শাস্তি বরং ভালোবেসেই যত্ন করে সেই খালি মুখ গুলিতে করোনা রুখতে নিজে হাতে মাস্ক পরিয়ে দিল কলকাতা পুলিশ।