৩০ মিনিট বাড়ছে শেষ মেট্রোর সময়,নয়া ভাবনা কর্তৃপক্ষের

বাড়তে পারে কলকাতা মেট্রো রেলের সময়সীমা। অফিস টাইমে ১২ মিনিটের বদলে ৮ মিনিট অন্তর পাওয়া যেতে পারে মেট্রো। অন্য়দিকে,শেষ মেট্রোর সময়সীমাও বেড়ে যেতে পারে আরও ৩০ মিনিট।
 

Asianet News Bangla | Published : Sep 24, 2020 3:33 PM IST

14
৩০ মিনিট বাড়ছে শেষ মেট্রোর সময়,নয়া ভাবনা কর্তৃপক্ষের

বর্তমানে নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়ে সন্ধ্যা ৭টায়। সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ চাইছেন,আগামী দিনে এই শেষ মেট্রো ছাড়ুক সাড়ে ৭টায়। তাতে সন্ধেবেলায় ভিড় ঠেলার প্রবণতা কমবে।
 

 

24


মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, সন্ধের মেট্রোর ই-পাস পেতে সকালের থেকে অনেক বেশি আবেদন জমা পড়ছে । যার ফলে মেট্রোর ওপর চাপ বাড়ছে। যাত্রীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ আরও তিন জোড়া বেশি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই এই নতুন প্রস্তাব বলবৎ হবে।
 

34

এ বিষয়ে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান, যাত্রীদের ভিড় কোন সময় হচ্ছে সেদিকে নজর রাখা হচ্ছে। সেই অনুযায়ী আগামী দিনে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। 

44


এখন সকাল-সন্ধ্যায় অফিসের ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর সময়ের ব্যবধান থাকে ১০ মিনিট। আগামী দিনে তা কমে আট মিনিট হবে। স্বাভাবিকভাবেই এরফলে ট্রেনের সংখ্যা বাড়তে হবে মেট্রো কর্তৃপক্ষকে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos