করোনায় রেকর্ড ভেঙে ফের শীর্ষে কলকাতা, আশঙ্কার মেঘ উত্তর ২৪ পরগণাতেও


সংক্রমণে একদিনেই ৭০০ ছুঁইছুঁই কলকাতা।  উত্তর ২৪ পরগণাকে আবারও পিছনে ফেলে আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে ফের রেকর্ড আক্রান্ত। একদিনে কলকাতায় ৬৯২ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার জীবাণু। এদিকে উত্তর ২৪ পরগণায় ৬৮৫ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার জীবাণু। একদিনে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯০। এদিকে এই পর্যন্ত করোনা মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪৬৬৫। একদিনে ৫৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বাংলায়। 


 

Ritam Talukder | Published : Sep 26, 2020 3:51 AM IST
16
করোনায় রেকর্ড ভেঙে ফের শীর্ষে কলকাতা, আশঙ্কার মেঘ উত্তর ২৪ পরগণাতেও

 উত্তর ২৪ পরগণাকে ফের পিছনে ফেলে আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে রেকর্ড আক্রান্ত। যা কিনা বিগত কয়েকদিনের সংখ্যাকে টপকে গিয়েছে।

26

শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে রেকর্ড আক্রান্ত। একদিনে কলকাতায় ৬৯২  জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার জীবাণু। 
 

36

কলকাতায় এই অবধি করোনায় মোট আক্রান্ত হয়েছে, ৫৩ হজার ১৪৮ জন।  এদিকে উত্তর ২৪ পরগণায় ৬৮৫ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার জীবাণু।

 


 

46

 
শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  একদিনে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯০। এদিকে এই পর্যন্ত করোনা মৃত্যুর সংখ্যা ৪৬৬৫। একদিনে ৫৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বাংলায়। 

56


শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্য অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্যা ১৫৩ জন এবং এই পর্যন্ত ২৫ হাজার ৩৭৪ জন।  সুস্থতার হার ৮৭. ৫৪ শতাংশ।

66

রাজ্যে একদিনে সুস্থ হয়ে হাসপপাতাল থেকে বাড়ি ফিরেছেন  ২,৯৭৮ জন করোনা জয়ী। এই অবধি সেই সংখ্য়া মোট দাড়িয়েছে,  ২১১,০২০ জন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos