কৃষি বিলের প্রতিবাদ, মেয়ো রোডে ক্ষেত মজুর ইউনিয়নের অবস্থান বিক্ষোভ

কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডাকে এ রাজ্যের অব্যাহত অবস্থান বিক্ষোভ। শুক্রবার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর ইউনিয়ন। সরকারি মূল্যে ফসল বিক্রির দাবিতে বিক্ষোভ দেয় সংগঠনের প্রতিনিধিরা। 

Asianet News Bangla | Published : Sep 25, 2020 9:37 AM IST

15
কৃষি বিলের প্রতিবাদ, মেয়ো রোডে ক্ষেত মজুর ইউনিয়নের অবস্থান বিক্ষোভ

কৃষি বিলের বিরোধিতায় দেশ জুড়ে অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ। এই বিলকে সর্বনাশা আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবার কলকাতার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর ইউনিয়ন।

25


বেচারাম মান্নার নেতৃত্বে মেয়ো রোডের আন্দোলনে সামিল হন মন্ত্রী তাপস রায়। এছাড়াও সিঙ্গুরে জমি আন্দোলনের নেতারাও কৃষি বিলের তীব্র বিরোধিতা করে অবস্থান বিক্ষোভ করেন।

35


অবস্থান বিক্ষোভে সরকারি সহায়ক মূল্যে কৃষি পণ্য বিক্রির দাবি জানায় পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর ইউনিয়ন। পাশাপাশি ধান, শাক, সবজি সহ জমির বিভিন্ন ফসল প্রতিবাদ মঞ্চে রেখে চলে অবস্থান বিক্ষোভ। কৃষকদের অধিকারে পুঁজিবাদীদের হস্তক্ষেপ মানবে বলে হুঁশিয়ারি দেয় তৃণমূল সমর্থিত এই সংগঠন। 

45

বিলের বিরোধিতায় ইতিমধ্যেই বাংলা জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর নির্দেশে জেলার ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল করছেন তৃণমূল নেতা কর্মীরা। এবার তৃণমূল সমর্থিত কিষাণ ক্ষেত মজুর ইউনিয়ন বিলের বিরোধিতায় সামিল হল।

55

প্রতিবাদ মঞ্চে শাক, সবজি ধানের মাধ্যমে অভিনব বিক্ষোভ হয়। সংগঠনের অভিযোগ, আম্বানি, আদানিদের কাছে দেশকে বিক্রি করার চক্রান্ত করছে সরকার। সংগঠনের হুঁশিয়ারি, যতদিন না পর্যন্ত এই বিল বাতিল হচ্ছে, ততদিন পর্যন্ত কৃষকদের এই আন্দোলন জারি থাকবে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos