বাংলায় একদিকে সুস্থতার হার বেড়ে ৯০.৫৭ শতাংশে দাড়িয়েছে। তবুও শান্তি নেই, কারণ সংক্রমণ ৯১ হাজার ছাড়াল এবার কলকাতায়। তার উপরে লোকাল ট্রেন চালু হয়েছে রাজ্যে। অফিস টাইমে সেই আগের মতোই দৃশ্য। প্রশ্ন উঠেছে প্রভাব ফেলবে কি সংক্রমণে। অপরদিকে, করোনাভাইরাস নিয়ে সাবধানবাণী করেছিল বিশেষজ্ঞরা। তাও মানুষের হুঁশ ফেরেনি। অনেকেই পোস্ট কোভিড অবস্থাতেও এখনও পুরোপুরি সতর্ক নন। কারণ দ্বিতায়বার সংক্রমিত হয়েছেন এমন সংখ্যাও নেহাত কম নয়। আর সেটাই চাপ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের।