নিয়ম মেনেই তিনদিন আগে উদ্বোধন মুখ্যমন্ত্রীর, যানবাজারের দশমহাবিদ্যা, আকারে ছোট, জৌলুসে নয়

করোনার কোপে এবার যেন ম্লান হয়েছে দুর্গাপুজোয় কলকাতার মুখ, ঠিক তেমনই কালী পুজোতেও জৌলুস হারাচ্ছে কলকাতার বুকে থাকা বাঘাবাঘা কালী পুজো। কিন্তু কোথাও গিয়ে যেন একই ধাঁচে ও ছাঁচে ধরা দিল যানবাজারের পুজো। 

Jayita Chandra | Published : Nov 12, 2020 7:21 AM IST

112
নিয়ম মেনেই তিনদিন আগে উদ্বোধন মুখ্যমন্ত্রীর, যানবাজারের দশমহাবিদ্যা, আকারে ছোট, জৌলুসে নয়

শহর কলকাতা এবার কালীপুজো বেশ খানিকটা ফিকে, নেই মন্ডপের রমরমা, নেই ঠাকুর দেখার হিড়িক। 

212

কিন্তু পুজো উৎসব তো থেমে থাকার নয়, তাই নিয়ম মেনে যানবাজারে দশমহাবিদ্যা উদ্বোধন হয়ে গেল বুধবার।

312

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যে ছটা নাগাদ মন্ডপের দাড় উন্মুক্ত করেন, প্রদীপ জ্বালিয়ে সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানান।

412

পাশাপাশি জানাতে ভোলেননি সতর্কবার্তা, সচেতনতাই এবারের পূজার মূল মন্ত্র। কিভাবে বিপদের ঝুঁকি এড়িয়ে নিজ নিজ বাড়িতেই উৎসবে সামিল হয়েছেন সকলে, তার জন্য জানালেন সাধুবাদ। 

512

আনন্দ-উৎসবে হোক খাওয়া দাওয়া পারিবারিক বৈঠক হুল্লোড়। কালীপুজোয় বন্ধু থাকছে মন্ডপের দরজা।

612

কেবল রাস্তা দিয়ে যাতায়াতের পথে খোলা মণ্ডপ থেকে যেটুকু মাতৃ প্রতিমা দর্শন সম্ভব সেটাই পাওনা।

712

জানবাজারের প্রাচীন পুজো দশমহাবিদ্যা প্রতিবারের মত এবারেও সেজে উঠল অনবদ্য রূপে। তবে মণ্ডপে থাকল না সেই পুরোনো জৌলুস।

812

এদিকে আলো ও আয়োজনে নেই কোনো খামতি। প্রতিমার হাইট সামান্য ছোট হলেও যানবাজার মরে গেলে পুরনো চেনা ছবি ধরা পড়বে ফ্রেমে। 

912

মা কালীর দশ রূপ বছরের পর বছর এই একই প্রথায় পুজো করা হচ্ছে। কেবল কেবল মাতৃ প্রতিমা নয়, যানবাজারের বড় আকর্ষণ এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান।

1012

এবারে পড়েছে সেখানেও কোপ। প্রথমে বড় মঞ্চের ব্যবস্থা করা হলেও পরবর্তীতে তার ছোট করে দেওয়া হয়।

1112

প্রতিবছরের মতো এবারও থাকছে না কোন জলসা, থাকছিনা মেলা ও অন্যান্য আয়োজন। হাতেগোনা কয়েকটি গেটো আলোকসজ্জা দিয়েই এবার সাজানো হয়েছে এই চত্বর।

1212

কেবল যানবাজ এটি নয় এখানে আশেপাশে নানা ছোট ছোট পুজো কমিটি রয়েছে। জৌলুস কমেছে তাদেরও। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos