রাজ্যজুড়ে চলছে ছট পুজো। হাইকোর্টে নির্দেশ অনুযায়ী সরোবরে যাচ্ছে না শহরবাসী। কৃত্রিম জলাশয়ে গিয়েই ছট পুজো দিচ্ছে। তাই স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বেশিরভাগ সময় খেয়াল থাকছে না। যেটা আচমকা কলকাতায় সংক্রমণ বাড়ার পরে আশঙ্কা বাড়িয়েছে। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৪৪৯,১৩১ জন। এদিকে সঙ্গে সামনে জগদ্ধাত্রী পুজো। এদিকে রাত পেরোলেই তাপমাত্রা নামবে হুহু করে। অর্থাৎ পরিস্থিতি করোনা সংক্রমণের অনুকূলে। যা নিয়ে রীতিমত চিন্তা রয়েছে রাজ্য। শুক্রবারের স্বাস্থ্য ভবনের কোভিড বুলেটিন অনুযায়ী সংক্রমণে কী অবস্থা কলকাতা তথা রাজ্য়ের, এবার দেখে নেওয়া যাক।