শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, কোভিড জয়ীর সংখ্যা ফের কমল। রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮৫০ জন। আগেরবার যে সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৯০ জন। তাই মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৫,৬০৯ জন। সুস্থতার হার অক্টোবারের শুরুতে ছিল ৮৭. ৪৫ শতাংশ, নভেম্বরে তা বেড়ে ৯২.৫৪ শতাংশে।