শুক্রবার বাংলার তাপমাত্রা অনেকটাই স্থায়ী। তবে ২৯ তারিখ থেকে সারা রাজ্যজুড়ে তাপমাত্রা নিম্নমুখী হবে। ফিরবে শীত। তাই প্রশ্ন উঠছে তাহলে কি বছর শেষে আশঙ্কা আরও বাড়বে। এ প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। যে শীতে বাড়তে পারে সংক্রমণ। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৪৬৬,৯৯১ জন। তাই বাংলায় মোট আক্রান্তের সংখ্য়া বাড়তেই উদ্বেগ বাড়ল। তবে সুখবরও আছে বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.০১ শতাংশ। স্বাস্থ্য ভবনের কোভিড বুলেটিন অনুযায়ী সংক্রমণে কী অবস্থা কলকাতা তথা রাজ্য়ের, এবার দেখে নেওয়া যাক।