বাংলায় একদিনের আক্রান্তের সংখ্য়া কমল, বাড়ল সুস্থতার হার, দেখুন ছবি

শহরে ফুটবলের জয়ের আনন্দের রেশ লেগে আছে। পুজোর পর সুস্থতার হার বাড়লেও মানুষের সচেতনা বাড়েনি।  এদিকে আগামী ২৪ ঘন্টায় বাংলায় শীত ঢোকার প্রবল সম্ভাবনা। এবং শীতে বাড়তে পারে সংক্রমণ একথা আগাম জানিয়েছে বিশেষজ্ঞরা। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৪৭৩,৯৮৭ জন।   তাই উদ্বেগ বাড়ছে চিকিৎসকদেরও।  তবে সুখবরও আছে বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে  ৯৩.০৬ শতাংশ। স্বাস্থ্য ভবনের কোভিড বুলেটিন অনুযায়ী সংক্রমণে কী অবস্থা কলকাতা তথা রাজ্য়ের, এবার দেখে নেওয়া যাক।
 

Ritam Talukder | Published : Nov 28, 2020 2:58 AM IST / Updated: Nov 28 2020, 09:23 AM IST
15
বাংলায় একদিনের আক্রান্তের সংখ্য়া কমল, বাড়ল সুস্থতার হার, দেখুন ছবি

 
শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায়  একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা  ৪৬ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৬ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১২  জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা  ৮,২৭০ জন। 

25

শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৫ জন থেকে বেড়ে ৮৯৩ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১০৪,২৮১ জন। 

35


 উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৫৮ জন। তবে সেই বরবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩,৫০৭ জন থেকে কমে ৩৪৮৯ জন। 

45

শুক্রবারের   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ২৪ হাজার  ৬৭০ জন  থেকে কমে ২৪ হাজার  ৬১৭ জন ।

55

শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪৯৬জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল   ৪৩৭,৬০৪  জন থেকে ৪৪১,১০০ জন। সুস্থতার হার অক্টোবারের শুরুতে ছিল  ৮৭. ৪৫ শতাংশ, নভেম্বরের শেষে তা বেড়ে  ৯৩.০৬ শতাংশে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos