কোভিডে ভয়াবহ পরিস্থিতি বাংলায়, ৬ মাস পর ফের সংক্রমণ ছাড়াল ৪ হাজার


কোভিডে বাংলার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। প্রায় ৬ মাস পর ফিরল সেই পুরোনো চিত্র। রাজ্যে একদিনে সংক্রমণ ছাড়াল ৪ হাজারেরও বেশি। এদিকে মৃত্য়ুও বেড়ে ১২ জন।  সরকারি-বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।


 

Asianet News Bangla | Published : Apr 11, 2021 4:03 AM IST
16
কোভিডে ভয়াবহ পরিস্থিতি বাংলায়, ৬ মাস পর ফের সংক্রমণ ছাড়াল ৪ হাজার


শনিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা  ১২ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৪। 
 

26

শনিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,     উত্তর ২৪ পরগণায় ৫ জন, মুর্শিদাবাদে ১ জন, হাওড়ায় ১ জন , দক্ষিণ ২৪ পরগণায় ১ জন। বাংলায় মোট মৃতের সংখ্যা১০,৩৯০ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১৫০।
 

36


শনিবারের    স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন থেকে বেড়ে ৯৯৭ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ১৪০,২৪৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত  ৬১০,৪৯৮ জন।  
 

46

 উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৮৭  জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয়   উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ৪০৪৩ জন।   
 

56

শনিবারের   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ১৬ হাজার ১০৯ থেকে ২১ হাজার ৩৬৬  জন।  
 

66

শনিবারের   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৭ জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল   ৫৭৬,৩২৮ জন থেকে  ৫৭৮,৭৪২ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৪.৮০।  

Share this Photo Gallery
click me!

Latest Videos