চতুর্থ দফার আগে করোনার ভয়াবহ সংক্রমণ, একদিনে আক্রান্ত ২৩০০ এরও বেশী


কলকাতা-সহ রাজ্য়ে করোনা সংক্রমণ ভয়াবহ রুপ নিয়েছে। তীরের বেগে প্রায় প্রতিদিনই এগোচ্ছে সংখ্যা। আক্রান্ত হয়েছেন কমিশনের পর্যবেক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এদিকে রাজ্যে  ১ মাসের মধ্য়ে একদিনের করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৭ গুনেরও বেশি। ৮ মার্চ স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে সংক্রমণের  সংখ্যাটা ছিল ২১৫। এদিকে মার্চ পেরিয়ে এপ্রিলে পা দিতেই তা প্রায় ১১ গুন বেড়ে দাড়িয়েছে   ২৩৯০-এ। বেড়েছে মৃত্যু সংখ্যাও। সুস্থতার হারও হুহু করে নীচে নামছে ক্রমশ। এহেন পরিস্থিতি নিয়ে রীতিমত চিন্তায় চিকিৎসকেরা। ৭ এপ্রিল বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।
 

Asianet News Bangla | Published : Apr 8, 2021 3:57 AM IST / Updated: Apr 08 2021, 09:32 AM IST

16
চতুর্থ দফার আগে করোনার ভয়াবহ সংক্রমণ,  একদিনে আক্রান্ত ২৩০০ এরও বেশী

বুধবারের    স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৮ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৩। 

26


বুধবারের    স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,     উত্তর ২৪ পরগণায় ৩ জন, পশ্চিম বর্ধমানে মৃত্যু ১ জনের এবং হাওড়ায় প্রাণ হারিয়েছেন ১ জন । বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,৩৬৩ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১৩৭।
 

36


বুধবারের     স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন থেকে বেড়ে ৭২২ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ১৩৭,৫৪৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত  ৬০০,০২৪ জন।  
 

46

 উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৫৪৮  জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয়   উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ২৩৯০ জন।   
 

56


বুধবারের    স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ১০ হাজার ১৫৩ থেকে ১৪ হাজার ২৯০  জন।  
 

66

বুধবারের     স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৭ জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল   ৫৭৩,১১৮ জন থেকে  ৫৭৫,৩৭১ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৫.৮৯।  

Share this Photo Gallery
click me!
Recommended Photos