একদিনে আক্রান্ত ২৮০০ ছুঁইছুঁই, কোভিড-চিকিৎসায় হাসপাতাকেগুলিকে জরুরী নির্দেশ নবান্নের

কলকাতা-সহ রাজ্য়ে করোনা সংক্রমণ ভয়াবহ রুপ নিয়েছে।  বৃহস্পতিবারে স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্য়ে একদিনে সংক্রমণের  সংখ্যা ২৭৮৩ জন। এদিকে পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই সংক্রমণ তীরের বেগে বাড়ছে। যার জেরে কোভিড ইস্যু নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরী বৈঠক করেন। রাজ্যেও প্রস্তুতি শুরু নবান্নর।  সরকারি-বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। পাশাপাশি ফিরছে ৫০ শতাংশের বেশি হাজিরা।  বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।

 

Asianet News Bangla | Published : Apr 9, 2021 3:29 AM IST

17
একদিনে আক্রান্ত ২৮০০ ছুঁইছুঁই, কোভিড-চিকিৎসায় হাসপাতাকেগুলিকে জরুরী নির্দেশ নবান্নের

বৃহস্পতিবারে স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৭ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৩। 

 

27


বৃহস্পতিবারে স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,     উত্তর ২৪ পরগণায় ১ জন, পূর্ব বর্ধমানে মৃত্যু ১ জনের, মালদায় মৃত্যু ১ জনের এবং পুরুলিয়ায় প্রাণ হারিয়েছেন ১ জন । বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,৩৭০ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১৪০।
 

37

বৃহস্পতিবারে   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন থেকে বেড়ে ৭১৬ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ১৩৮,২৬৩ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত  ৬০২,৮০৭ জন।  

47


 উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৫৯৫  জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয়   উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ২৭৮৩ জন।   
 

57


বৃহস্পতিবারে   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া   ১৪ হাজার ২৯০ থেকে ১৬ হাজার ১০৯  জন।  

67


বৃহস্পতিবারে  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৭ জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল   ৫৭৫,৩৭১ জন থেকে  ৫৭৬,৩২৮ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৫.৬১।  

77


পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই সংক্রমণ তীরের বেগে বাড়ছে। যার জেরে কোভিড ইস্যু নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরী বৈঠক করেন। রাজ্যেও প্রস্তুতি শুরু নবান্নর। সরকারি-বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। পাশাপাশি ফিরছে ৫০ শতাংশের বেশি হাজিরা।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos