কোভিডে বাংলার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। রোজই রেকর্ড ব্রেক। নির্বাচনী জমায়েতে এবার রাশ টানল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, ভীড় রুখতে জেলা শাসক এবং কমিশনকেই দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে ১৪৪ ধারা ব্যবহার করা হতে পারে। হাইকোর্টের নির্দেশনামা ইতিমধ্যেই জেলাশাসক এবং কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে সংক্রমণ ৫ হাজার ৮৯২ । এদিকে মৃত্য়ুও ২৪ জন। ওদিকে রাজ্যে করোনা টিকার চাহিদা পূরণ করতে ৫ লক্ষ ডোজ আসছে স্বাস্থ্য দফতরের হাতে। ভ্যাকসিন দেওয়া হবে কলকাতার সমস্ত ওয়ার্ডে, নবান্নে বৈঠকে সিদ্ধান্ত। বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।