বাংলায় কোভিডে মৃত্যু সংখ্যা সামান্য কমেছে। তবে মৃত্যু বেড়েছে কলকাতায়। সোমবার উত্তেজনা চরমে ইএসআই হাসপাতালে। এদিন ভ্যাকসিন না পেয়ে রাস্তায় অবরোধ মানিকতলায়। এই পরিস্থিতিতে রাজ্য সরকার একাধিক বড় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে রিপোর্ট নেগেটিভ হলেও অসুস্থ রোগীকে আর ফেরাতে পারবে না হাসপাতাল, নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য়ের স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতাল এবং বাড়িতে যদি কোভিডে আক্রান্ত হয়ে কেউ মারা যান তবে তাঁর দাহ সম্পূর্ণ বিনামূল্যে করবে কলকাতা পুরসভা বলে জানিয়েছে রাজ্য সরকার। রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ৯২ জন এবং সংক্রমণ ১৭ হাজার ৫১৫ জন। এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় পরিস্থিতি সহ বুলেটিনের আবডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।