রাজ্য়ে গত ২৪ ঘন্টায় লাগামছাড়া মৃত্যু। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ১২৭ জন এবং সংক্রমণ ১৯ হাজার ৪৩৬ জন। এবার থেকে করোনার মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। এবার শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করবে কলকাতা পুরসভা। এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় পরিস্থিতি সহ বুলেটিনের আপডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।