কোভিডবর্ষ পার হতে ফের নতুন করে সংক্রমণে সামনাসামনি কলকাতা। কোভিডে নাম তখনও ছড়ায়নি দেশে। সোশ্যাল মিডিয়ায় তখন সবে ধীরে ধীরে ঢুকছে বিশ্বের কোভিড বার্তা। তখন তৃতীয় বিশ্বের ভারত ভেবে উঠে পারেনি, একদিন তাঁদেরকেও সামনাসামনি করতে হবে এই মহামারির। মৃত্যু হলেও শেষ দেখাটুকুও করতে পারবে না পরিবার। তখন বহাল তবিয়তে দেশে যাতায়াত আন্তর্জাতিক উড়ানের। আচমকাই ছন্দপতন। জনতা কার্ফু হয়েই কোভিড চিত্র রাতারাতি বদলে গেল দেশে। ১৭ মার্চ ২০২০ ঠিক একবছর আগে বিলেত ফেরত আমলার ছাত্রই প্রথম বঙ্গভূমিতে পা রাখল কোভিড পজিটিভ হয়ে। তারপর শুধু ধ্বংসলীলা দেখেছে দেশ তথা রাজ্য। একবছরে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭৯, ১৫৬ এবং কোভিডে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৯৮ জনের। এই মুহূর্তে কোভিডবর্ষ পার করে ঠিক কী অবস্থায় দাড়িয়ে রয়েছে কলকাতা দেখে নেওয়া যাক।